সোমবার, ২৪ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

আমি থাকতে থাকতে নতুন নেতৃত্ব আনুন

—শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের কাউন্সিলরদের নতুন নেতৃত্ব খুঁজে বের করার আহ্বান জানিয়ে বলেছেন, আমি থাকতে থাকতে নতুন নেতৃত্ব আনুন। আমি চাই বেঁচে থাকতেই নতুন নেতা নির্বাচন করে দলকে শক্তিশালী করতে।

গতকাল সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগের ২০তম  জাতীয় সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের উদ্দেশে দেওয়া বক্তব্যে শেখ হাসিনা এসব কথা বলেন। শেখ হাসিনার এই বক্তব্যের জবাবে কাউন্সিলররা ‘না’ ‘না’ বলে সমস্বরে চিৎকার করেন। উন্নয়ন ও পরিবর্তনের ধারাবাহিকতা বজায় রাখতে আওয়ামী লীগকে তৃতীয় দফা নির্বাচনে জয়ী হতে হবে মন্তব্য করে তিনি নেতা-কর্মীদের প্রস্তুত হওয়ার নির্দেশ দেন। শেখ হাসিনা বলেন, সামনে নির্বাচন। জনগণের কাছে যেতে হবে। তৃতীয় দফা নির্বাচনে জয়লাভ করতে হলে জনগণের দোরগোড়ায় যেতে হবে। উন্নয়নের কথা বলতে হবে। তিনি বলেন, ব্যাপক প্রচার করতে হবে। জনগণকে বোঝাতে হবে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে জনগণের আর্থ-সামাজিক উন্নয়ন হবে। বিগত সময়ে সরকারে থাকা বিএনপির কর্মকাণ্ডের বিষয়ে সতর্ক করে শেখ হাসিনা বলেন, যারা মানি লন্ডারিং করে, মানুষ পুড়িয়ে মারে, যুদ্ধাপরাধীদের মদদ দেয়, তারা যেন ক্ষমতায় আসতে না পারে। তিনি বলেন, ওই লুটেরা দুর্নীতিবাজ, এতিমের টাকা যারা খায়, মানি লন্ডারিং করে, যারা মানুষ পুড়িয়ে হত্যা করে, তারা এলে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হবে না। তারা জনগণের সম্পদ লুটে খাবে। মানুষকে বোঝাতে হবে এরা যদি আবার ক্ষমতায় আসে, তার মানে যুদ্ধাপরাধীরা ক্ষমতায় আসবে, খুনিরা ক্ষমতায় আসবে। এরা ক্ষমতায় এলে আবার খুনিদের রাজত্ব, দুর্নীতিবাজদের রাজত্ব হবে। আওয়ামী লীগ নেতা-কর্মীদের মধ্যে তিনি ‘সততা’ দেখতে চান বলেও মন্তব্য করেন। শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ আমার পরিবার। আওয়ামী লীগ আমার আপনজন। আমার সন্তানদের এত সময় দেই নাই, আওয়ামী লীগকে যত সময় দিয়েছি। নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, এখানে বসে তালি বাজালে হবে না। আমাদের অর্জনগুলো জনগণের কাছে নিয়ে যেতে হবে। জনগণকে বারবার বলতে হবে, আমরা এই কাজ আপনাদের জন্য করেছি। আওয়ামী লীগ করেছে। তিনি বলেন, মানুষকে বোঝাতে হবে, সরকারের উন্নয়নের ধারা ধরে রাখতে হলে অবশ্যই আওয়ামী লীগকে আরও একবার ক্ষমতায় আসতে হবে। আওয়ামী লীগ ক্ষমতায় এলে জনগণ তার সুফল পাবে।

সর্বশেষ খবর