যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিদের আমৃত্যু কারাগারেই থাকতে হবে বলে মন্তব্য করেছে আপিল বিভাগ। গতকাল একটি হত্যা মামলার শুনানির সময় প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ এ মন্তব্য করে। এ বিষয়ে ওই মামলায় আসামিপক্ষের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন সাংবাদিকদের জানান, দণ্ডবিধি অনুযায়ী, যাবজ্জীবন কারাদণ্ড মানে ৩০ বছর কারাগারে থাকতে হবে। কিন্তু গতকাল প্রধান বিচারপতি বলেছেন, যাবজ্জীবন মানে জীবনের স্বাভাবিক মৃত্যু পর্যন্ত কারাবাস। পূর্ণাঙ্গ রায় পেলে এ বিষয়ে জানা যাবে। খন্দকার মাহবুব আরও জানান, মামলার শুনানিতে আসামিদের মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন করতে আবেদন করলে আদালত বলেছে, যাবজ্জীবন মানে আমৃত্যু কারাদণ্ড। এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, হত্যা মামলার শুনানিতে আদালত এই মন্তব্য করেছে। তিনি বলেন, একটি মামলায় তিনজনের ফাঁসির আদেশ ছিল। হাইকোর্টও ফাঁসি বহাল রাখে। তারা আপিল বিভাগে আপিল করে শুধুমাত্র সাজা কমাতে। আপিল বিভাগ মৃত্যুদণ্ড থেকে তাদের সাজা যাবজ্জীবন করেছে। আদালত আদেশে বলেছে, যাবজ্জীবন কারাদণ্ড অর্থ ৩০ বছর নয়, বরং আমৃত্যু। স্বাভাবিক মৃত্যু না হওয়া পর্যন্ত জেলে থাকতে হবে। আসামিপক্ষ এ সময় বলেছে, দণ্ডবিধি অনুযায়ী যাবজ্জীবন অর্থ ৩০ বছর। তখন প্রধান বিচারপতি বলেছেন, রায়ে এ বিষয়টি ব্যাখ্যা করা হবে। এখন থেকে যাবজ্জীবন কারাদণ্ড অর্থ আমৃত্যু কারাদণ্ড কিনা এমন প্রশ্নে অ্যাটর্নি জেনারেল বলেন, এখনই এটা বলা যাবে না। তবে রায়ের পূর্ণাঙ্গ কপি পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। মামলার বিবরণ থেকে জানা যায়, ২০০১ সালে সাভারে জামান নামের এক ব্যক্তিকে হত্যা করা হয়। এ ঘটনায় বিচারিক আদালত আতাউর, আনোয়ার ও কামরুলকে মৃত্যুদণ্ড দেয়। আসামিদের মধ্যে কামরুল পলাতক রয়েছেন। পরে আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষে হাইকোর্টে তাদের মৃত্যুদণ্ড বহাল রাখে। ওই মামলায় গতকাল আপিল বিভাগ তিন আসামির সাজা কমিয়ে যাবজ্জীবন দণ্ড দেয়।
শিরোনাম
- শান্তি প্রস্তাব মেনে নিতে ইউক্রেনকে সময় বেঁধে দিলেন ট্রাম্প
- মামদানিকে ট্রাম্পের অভিনন্দন, বৈঠককে বললেন ‘দারুণ ও ফলপ্রসূ’
- ফাইনালে পাকিস্তানকে পেল বাংলাদেশ
- ইন্দোনেশিয়ায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০
- বিএনপির রাজনীতিতে সব ধর্মের প্রতি সম্মান আছে : এ্যানী
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
যাবজ্জীবন মানে আমৃত্যু কারাদণ্ড
আপিল বিভাগ
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর