সুশাসনের জন্য নাগরিকের (সুজন) কেন্দ্রীয় সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, নির্বাচন কমিশনকে শুধু নিরপেক্ষ হলে চলবে না, তাদের মেরুদণ্ডসম্পন্ন নিরপেক্ষ হতে হবে। এটাই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পূর্বশর্ত। তিনি গতকাল দুপুরে ‘সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ’ শীর্ষক সুজনের বরিশাল আঞ্চলিক পরিকল্পনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। নগরীর ফকির বাড়ি রোডের শিক্ষা ভবনের বিএনডিএন মিলনায়তনে আয়োজিত এ সভায় তিনি আরও বলেন, সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন গণতন্ত্রের পূর্বশর্ত। এজন্য নির্বাচন কমিশন অতি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের কর্মকর্তারা যদি নিরপেক্ষ ও দায়িত্বশীল আচরণ না করেন, তাহলে সব চেয়ে শক্তিশালী নির্বাচন কমিশনও সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে পারবে না। বদিউল আলম মজুমদার উল্লেখ করেন, আমাদের দেশের গণতান্ত্রিক ব্যবস্থা আজ ঝুঁকির মুখে পড়েছে। কেউ কেউ বলেন, গণতান্ত্রিক ব্যবস্থা খাদে পড়ে গেছে। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় কয়েকটি বৈশিষ্ট্য থাকে। গণতান্ত্রিক যাত্রা পথের সূচনা হয় একটা নির্বাচনের মাধ্যমে। এখন তো অনেক ক্ষেত্রে নির্বাচনে আর ভোট দিতে হয় না। নির্বাচনের ফলাফল আগেই নির্ধারিত হয়ে থাকে। নির্বাচনী ব্যবস্থা আজ পর্যুদস্ত। এটা গণতন্ত্রের যাত্রা পথের জন্য অশনি সংকেত। তিনি সার্চ কমিটির সমালোচনা করে বলেন, সার্চ কমিটি যাদের নাম সুপারিশ করল, কী কারণে এবং কী যুক্তিতে তাদের নাম সুপারিশ করা হয়েছে— সেটাও প্রকাশ করা হয়নি। একইসঙ্গে বিশিষ্ট নাগরিকদের কাছ থেকে নেওয়া পরামর্শ কীভাবে কতটুকু সার্চ কমিটি গ্রহণ করেছে— সেটাও জানানো দরকার। মূল কথা হচ্ছে, যদি নামগুলো প্রকাশ করে জনগণের আস্থার জায়গায় নেওয়া হতো, তাহলে তারা অনেক প্রশ্নের ঊর্ধ্বে থাকতে পারত। সার্চ কমিটি নাম প্রকাশ না করে কীভাবে জনস্বার্থ সংরক্ষণ করল— তা নিয়েও প্রশ্ন রয়ে গেছে। জেলা সুজনের সভাপতি মুক্তিযোদ্ধা আক্কাস হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলিপ কুমার সরকার, বরিশাল জেলা সুজনের সম্পাদক কাজল ঘোষ, পিরোজপুর জেলা সভাপতি মনিরুজ্জামান নাসিম আলী এবং জেলা মহিলা পরিষদের সহ-সভাপতি অধ্যাপক শাহ্ সাজেদা প্রমুখ।
শিরোনাম
- ট্রুডো–কেটি পেরি'র প্রেম নিয়ে সাবেক স্ত্রী সোফির খোলামেলা মন্তব্য
- মুশফিকের শততম টেস্ট উদযাপনে যেসব আয়োজন করেছে বিসিবি
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
ইসিকে মেরুদণ্ডসম্পন্ন নিরপেক্ষ হতে হবে
নিজস্ব প্রতিবেদক, বরিশাল
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর