নিজেদের জীবন হুমকির মুখে দাবি করে সরকার ও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে নিরাপত্তা চেয়েছেন সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের নেতারা। আন্দোলনের বিভিন্ন সময়ে হত্যার হুমকির অভিযোগ এনে গতকাল বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল পরবর্তী ছাত্র সমাবেশে তারা এ নিরাপত্তা চান। এ সময় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন, যুগ্ম আহ্বায়ক নুরুল হক নুর, রাশেদ খানসহ প্রায় এক হাজার শিক্ষার্থী উপস্থিত ছিলেন। কোটা আন্দোলনের নেতারা অভিযোগ করে বলেন, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে ছাত্রলীগের তিন নেতা এ আন্দোলনের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নুরের মুহসীন হলের ১১৯ নম্বর কক্ষে উপস্থিত হন এবং তাকে ও আন্দোলনের আরেক যুগ্ম আহ্বায়ক রাশেদ খানকে প্রাণনাশের হুমকি দেন। এ সময় তাদের কাছে অস্ত্র ছিল বলেও দাবি করেন পরিষদের আহ্বায়ক ও তিন যুগ্ম আহ্বায়ক। তাদের অভিযোগ, ছাত্রলীগের সদ্যবিদায়ী কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ইমতিয়াজ বুলবুল বাপ্পী, মুহসীন হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সানী, চারুকলা অনুষদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহিম ইসলাম লিমন এবং ছাত্রলীগ নেতা আরিফসহ ১৫-২০ জন এসে এই হুমকি দেন। বিক্ষোভ মিছিলের পর তারা সাধারণ ডায়েরি করতে শাহবাগ থানায় গেলেও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান তাদের ডায়েরি নেননি বলে দাবি আন্দোলনকারীদের। এর আগে বেলা ১২টায় ঢাবি ক্যাম্পাসে একটি বিক্ষোভ মিছিল বের করেন কোটা সংস্কার আন্দোলনকারীরা। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে এসে শেষ হয়। এ অভিযোগের বিষয়ে ইমতিয়াজ বুলবুল বাপ্পী বলেন, এ রকম কোনো ঘটনা ঘটেনি।
শিরোনাম
- জাতীয় পুনর্জাগরণের নেতা
- চিড়িয়াখানায় ঠাঁই হলো সেই মুখপোড়া হনুমানের
- তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর বিষয়ে আপিলের চূড়ান্ত রায় আজ
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব