নিজেদের জীবন হুমকির মুখে দাবি করে সরকার ও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে নিরাপত্তা চেয়েছেন সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের নেতারা। আন্দোলনের বিভিন্ন সময়ে হত্যার হুমকির অভিযোগ এনে গতকাল বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল পরবর্তী ছাত্র সমাবেশে তারা এ নিরাপত্তা চান। এ সময় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন, যুগ্ম আহ্বায়ক নুরুল হক নুর, রাশেদ খানসহ প্রায় এক হাজার শিক্ষার্থী উপস্থিত ছিলেন। কোটা আন্দোলনের নেতারা অভিযোগ করে বলেন, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে ছাত্রলীগের তিন নেতা এ আন্দোলনের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নুরের মুহসীন হলের ১১৯ নম্বর কক্ষে উপস্থিত হন এবং তাকে ও আন্দোলনের আরেক যুগ্ম আহ্বায়ক রাশেদ খানকে প্রাণনাশের হুমকি দেন। এ সময় তাদের কাছে অস্ত্র ছিল বলেও দাবি করেন পরিষদের আহ্বায়ক ও তিন যুগ্ম আহ্বায়ক। তাদের অভিযোগ, ছাত্রলীগের সদ্যবিদায়ী কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ইমতিয়াজ বুলবুল বাপ্পী, মুহসীন হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সানী, চারুকলা অনুষদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহিম ইসলাম লিমন এবং ছাত্রলীগ নেতা আরিফসহ ১৫-২০ জন এসে এই হুমকি দেন। বিক্ষোভ মিছিলের পর তারা সাধারণ ডায়েরি করতে শাহবাগ থানায় গেলেও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান তাদের ডায়েরি নেননি বলে দাবি আন্দোলনকারীদের। এর আগে বেলা ১২টায় ঢাবি ক্যাম্পাসে একটি বিক্ষোভ মিছিল বের করেন কোটা সংস্কার আন্দোলনকারীরা। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে এসে শেষ হয়। এ অভিযোগের বিষয়ে ইমতিয়াজ বুলবুল বাপ্পী বলেন, এ রকম কোনো ঘটনা ঘটেনি।
শিরোনাম
- আমরা জুলাই সনদ ও ঘোষণাপত্র আদায় করে ছাড়ব : নাহিদ
- বাংলাদেশের সর্বস্তরের মানুষের দাবি ইসলামপন্থীদের ঐক্য : মাসুদ সাঈদী
- চীনকে উড়িয়ে টানা তৃতীয় জয়ে শীর্ষে বাংলাদেশ
- নান্দাইলে বজ্রপাতে পিতা-পুত্রের করুণ মৃত্যু
- বিএনপি নির্বাচিত হলে প্রতিটি ঘরে ফ্যামিলি কার্ড দেওয়া হবে : টুকু
- রাজনীতি হবে দেশের স্বার্থে, জনমানুষের স্বার্থে : আখতার হোসেন
- বন্ধুত্ব থেকে প্রেমের সফল পরিণতি
- ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
- ইরানে আফগানদের গণবহিষ্কার, ছাড়তে না পারলে গ্রেফতার
- ভেজাল টক দই যেভাবে চিনবেন
- গাজায় চলছে যুদ্ধ, তেলআবিবে ক্ষোভ ও প্রতিবাদ
- হাসারাঙ্গার বিশ্বরেকর্ড
- হাসিনাসহ ১০০ জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশ
- চুয়াডাঙ্গায় স্বাস্থ্য সহকারী নিয়োগে অনিয়মের অভিযোগ
- জলমহালের একমাত্র অধিকার প্রকৃত মৎস্যজীবীদের: ফরিদা আখতার
- ১০ম গ্রেডে উন্নীত হচ্ছেন প্রাথমিকের ৩০ হাজার প্রধান শিক্ষক
- ডেঙ্গু আক্রান্ত আরও ৩১৭ জন হাসপাতালে ভর্তি
- দেশে ২৪ ঘণ্টায় তিনজনের করোনা শনাক্ত
- ধর্ষণের শিকার হয়ে বিষ পান করা সেই কিশোরীকে বাঁচানো গেল না
- আমরা আশা করি একটা ঐকমত্যে পৌঁছাতে পারব : সালাহউদ্দিন
নিরাপত্তা চান কোটা আন্দোলন নেতারা
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর