ভারত-পাকিস্তান লড়াই মানেই বাড়তি উত্তেজনা। ক্রিকেটীয় লড়াইটাকে দুই প্রতিবেশি দেশ ভিন্ন দৃষ্টিতে দেখে থাকে। গতকাল এশিয়া কাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে দুই চির প্রতিদ্বন্দ্বী উত্তেজনার পারদ স্বাভাবিক উচ্চতায়ও তুলতে পারল না! এর জন্য অবশ্য দায়ী পাকিস্তানি ব্যাটিং লাইনের ব্যর্থতা। ভারতীয় বোলারদের সামনে অসহায় আত্মসমর্পণ করেছিল ফখর-বাবর-ইমামরা। ম্যাচের প্রথম ইনিংসেই সব উত্তেজনা শেষ হয়ে যায়। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১৬২ রানেই গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। সর্বোচ্চ ৪৭ রান আসে বাবর আজমের ব্যাট থেকে। শোয়েব মালিক করেছেন ৪৩ রান। ভারতীয় বোলার ভুবনেশ্বর কুমার ও কেদার যাদব তিনটি করে উইকেট নিয়েছেন। জবাব দিতে নেমে ২৯.৫ ওভারে ১৬৪ রান করে ৮ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত। এ জয়ে গ্রুপ পর্বের শীর্ষে থেকেই সুপারফোরে উঠে এল কোহলিহীন দলটা। অবশ্য ভারত ও পাকিস্তানের সুপারফোর আগেই নিশ্চিত হয়েছিল। গতকাল শুরুতেই মহাবিপদে পড়ে যায় পাকিস্তান। ৩ রানেই দুই উইকেট হারায় তারা। ভারতের পেসার ভুবনেশ্বর কুমার পাকিস্তানি দুই ওপেনারকে পাঠিয়ে দেন সাজঘরে। অবশ্য শুরুর ধাক্কাটা দারুণভাবে সামাল দিয়েছিলেন বাবর আজম ও শোয়েব মালিক। দুজনে ৮২ রানের জুটি গড়েন। কিন্তু এই জুটি ভাঙার পর আবারও ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তান। অধিনায়ক সরফরাজ আহমেদ ৬, আসিফ আলি ৯ এবং সাদাব খান ড্রেসিং রুমে ফিরে যান ৮ রান করে। ১২১ রানেই ৭ উইকেট হারায় পাকিস্তান। শেষ পর্যন্ত ৪৩.১ ওভারেই গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। জবাব দিতে নেমে রোহিত শর্মার ঝড়োগতির ৫২ রানের ইনিংস ভারতকে সহজ জয়ের পথে এগিয়ে দেয়। শিখর ধাওয়ান ৪৬, আম্বাতি রাইডু ৩১ এবং দীনেশ কার্তিক ৩১ রান করে ভারতকে দারুণ এক জয় এনে দেন।
শিরোনাম
- গাজায় ৪০ হাজার শিশুকে টিকা দিবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ১৩ লাখ রোহিঙ্গার ভার আর বহন করা সম্ভব নয়: জাতিসংঘে বাংলাদেশ
- মার্কিন নির্বাচনে হামলার পরিকল্পনায় আফগান নাগরিকের ১৫ বছরের দণ্ড
- নারীদের নিরাপত্তা ও সুরক্ষায় ৫ প্রতিশ্রুতি তারেক রহমানের
- ‘শততম’ ম্যাচে শতক হাঁকালেন লিটনও
- শুক্রবার মামদানির সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?
- তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাকরিচ্যুত
- মুশফিক ছাড়াও শততম টেস্টে শতক হাঁকিয়েছেন যারা
- শততম টেস্টে শতক হাঁকালেন মুশফিক
- প্রথম মরক্কান হিসেবে আফ্রিকার বর্ষসেরা হাকিমি
- ভারতকে হারিয়ে র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগুলো বাংলাদেশে
- ভারতের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
- জাতীয় পুনর্জাগরণের নেতা
- চিড়িয়াখানায় ঠাঁই হলো সেই মুখপোড়া হনুমানের
- তত্ত্বাবধায়ক ফেরা প্রশ্নে আপিলের রায় আজ
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
পাকিস্তানের ভয়াবহ হার
ক্রীড়া প্রতিবেদক, দুবাই থেকে
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর