ভারত-পাকিস্তান লড়াই মানেই বাড়তি উত্তেজনা। ক্রিকেটীয় লড়াইটাকে দুই প্রতিবেশি দেশ ভিন্ন দৃষ্টিতে দেখে থাকে। গতকাল এশিয়া কাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে দুই চির প্রতিদ্বন্দ্বী উত্তেজনার পারদ স্বাভাবিক উচ্চতায়ও তুলতে পারল না! এর জন্য অবশ্য দায়ী পাকিস্তানি ব্যাটিং লাইনের ব্যর্থতা। ভারতীয় বোলারদের সামনে অসহায় আত্মসমর্পণ করেছিল ফখর-বাবর-ইমামরা। ম্যাচের প্রথম ইনিংসেই সব উত্তেজনা শেষ হয়ে যায়। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১৬২ রানেই গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। সর্বোচ্চ ৪৭ রান আসে বাবর আজমের ব্যাট থেকে। শোয়েব মালিক করেছেন ৪৩ রান। ভারতীয় বোলার ভুবনেশ্বর কুমার ও কেদার যাদব তিনটি করে উইকেট নিয়েছেন। জবাব দিতে নেমে ২৯.৫ ওভারে ১৬৪ রান করে ৮ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত। এ জয়ে গ্রুপ পর্বের শীর্ষে থেকেই সুপারফোরে উঠে এল কোহলিহীন দলটা। অবশ্য ভারত ও পাকিস্তানের সুপারফোর আগেই নিশ্চিত হয়েছিল। গতকাল শুরুতেই মহাবিপদে পড়ে যায় পাকিস্তান। ৩ রানেই দুই উইকেট হারায় তারা। ভারতের পেসার ভুবনেশ্বর কুমার পাকিস্তানি দুই ওপেনারকে পাঠিয়ে দেন সাজঘরে। অবশ্য শুরুর ধাক্কাটা দারুণভাবে সামাল দিয়েছিলেন বাবর আজম ও শোয়েব মালিক। দুজনে ৮২ রানের জুটি গড়েন। কিন্তু এই জুটি ভাঙার পর আবারও ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তান। অধিনায়ক সরফরাজ আহমেদ ৬, আসিফ আলি ৯ এবং সাদাব খান ড্রেসিং রুমে ফিরে যান ৮ রান করে। ১২১ রানেই ৭ উইকেট হারায় পাকিস্তান। শেষ পর্যন্ত ৪৩.১ ওভারেই গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। জবাব দিতে নেমে রোহিত শর্মার ঝড়োগতির ৫২ রানের ইনিংস ভারতকে সহজ জয়ের পথে এগিয়ে দেয়। শিখর ধাওয়ান ৪৬, আম্বাতি রাইডু ৩১ এবং দীনেশ কার্তিক ৩১ রান করে ভারতকে দারুণ এক জয় এনে দেন।
শিরোনাম
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা
- ইউক্রেনে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৯
- জকসু নির্বাচন উপলক্ষে ৯ ডিসেম্বর থেকে বন্ধ থাকবে উন্মুক্ত লাইব্রেরি
পাকিস্তানের ভয়াবহ হার
ক্রীড়া প্রতিবেদক, দুবাই থেকে
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর