ভারত-পাকিস্তান লড়াই মানেই বাড়তি উত্তেজনা। ক্রিকেটীয় লড়াইটাকে দুই প্রতিবেশি দেশ ভিন্ন দৃষ্টিতে দেখে থাকে। গতকাল এশিয়া কাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে দুই চির প্রতিদ্বন্দ্বী উত্তেজনার পারদ স্বাভাবিক উচ্চতায়ও তুলতে পারল না! এর জন্য অবশ্য দায়ী পাকিস্তানি ব্যাটিং লাইনের ব্যর্থতা। ভারতীয় বোলারদের সামনে অসহায় আত্মসমর্পণ করেছিল ফখর-বাবর-ইমামরা। ম্যাচের প্রথম ইনিংসেই সব উত্তেজনা শেষ হয়ে যায়। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১৬২ রানেই গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। সর্বোচ্চ ৪৭ রান আসে বাবর আজমের ব্যাট থেকে। শোয়েব মালিক করেছেন ৪৩ রান। ভারতীয় বোলার ভুবনেশ্বর কুমার ও কেদার যাদব তিনটি করে উইকেট নিয়েছেন। জবাব দিতে নেমে ২৯.৫ ওভারে ১৬৪ রান করে ৮ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত। এ জয়ে গ্রুপ পর্বের শীর্ষে থেকেই সুপারফোরে উঠে এল কোহলিহীন দলটা। অবশ্য ভারত ও পাকিস্তানের সুপারফোর আগেই নিশ্চিত হয়েছিল। গতকাল শুরুতেই মহাবিপদে পড়ে যায় পাকিস্তান। ৩ রানেই দুই উইকেট হারায় তারা। ভারতের পেসার ভুবনেশ্বর কুমার পাকিস্তানি দুই ওপেনারকে পাঠিয়ে দেন সাজঘরে। অবশ্য শুরুর ধাক্কাটা দারুণভাবে সামাল দিয়েছিলেন বাবর আজম ও শোয়েব মালিক। দুজনে ৮২ রানের জুটি গড়েন। কিন্তু এই জুটি ভাঙার পর আবারও ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তান। অধিনায়ক সরফরাজ আহমেদ ৬, আসিফ আলি ৯ এবং সাদাব খান ড্রেসিং রুমে ফিরে যান ৮ রান করে। ১২১ রানেই ৭ উইকেট হারায় পাকিস্তান। শেষ পর্যন্ত ৪৩.১ ওভারেই গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। জবাব দিতে নেমে রোহিত শর্মার ঝড়োগতির ৫২ রানের ইনিংস ভারতকে সহজ জয়ের পথে এগিয়ে দেয়। শিখর ধাওয়ান ৪৬, আম্বাতি রাইডু ৩১ এবং দীনেশ কার্তিক ৩১ রান করে ভারতকে দারুণ এক জয় এনে দেন।
শিরোনাম
- নব্বই দশকের আলোচিত নায়িকা বনশ্রী নিঃসঙ্গেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন
- সুপার ফোরের আশা বাঁচাল বাংলাদেশ, তবে এখন কী সমীকরণ?
- স্পিনে শুরু, পেসে শেষ: কোথায় জিতল বাংলাদেশ?
- এশিয়া কাপে থ্রিলার ম্যাচে আফগানিস্তানকে হারাল বাংলাদেশ
- ছক্কার রাজা এখন তানজিদ হাসান তামিম
- চাঁদপুরে জব্দকৃত ৬০ কেজি গাঁজা ধ্বংস
- নারী শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিতে শাবিপ্রবিতে স্মারকলিপি
- শ্রীমঙ্গলে জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- নতুন নেতৃত্বে গোবিপ্রবি সাহিত্য সংসদ
- যুদ্ধ বন্ধে ট্রাম্পের ‘স্পষ্ট অবস্থান’ জানতে চান জেলেনস্কি
- কারাগারগুলোতে চলছে মাসব্যাপী মাদকবিরোধী অভিযান-ডোপ টেস্ট
- চাঁদপুর মেডিকেল কলেজে বিজ্ঞান মেলা শুরু
- সিলেটে অবৈধ সিএনজি অটোরিকশা সরাতে আল্টিমেটাম
- ভালুকায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা
- বোয়ালমারীতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা
- পাঁচ ব্যাংক একীভূত হওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত, বসছে প্রশাসক
- বিশ্বব্যাপী জলবায়ু কর্ম সপ্তাহে কলাপাড়ায় মানববন্ধন
- গাজায় গণহত্যা চলছে, দায়ী ইসরায়েল: জাতিসংঘ তদন্ত কমিশন
- সিদ্ধিরগঞ্জে আহতদের পুনর্বাসন, জুলাই যোদ্ধাকে দোকান উপহার
- ক্যান্সারে আক্রান্ত স্বাস্থ্য উপদেষ্টার বিদেশে চিকিৎসার বিষয়টি মানবিকভাবে দেখা উচিত