ভারত-পাকিস্তান লড়াই মানেই বাড়তি উত্তেজনা। ক্রিকেটীয় লড়াইটাকে দুই প্রতিবেশি দেশ ভিন্ন দৃষ্টিতে দেখে থাকে। গতকাল এশিয়া কাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে দুই চির প্রতিদ্বন্দ্বী উত্তেজনার পারদ স্বাভাবিক উচ্চতায়ও তুলতে পারল না! এর জন্য অবশ্য দায়ী পাকিস্তানি ব্যাটিং লাইনের ব্যর্থতা। ভারতীয় বোলারদের সামনে অসহায় আত্মসমর্পণ করেছিল ফখর-বাবর-ইমামরা। ম্যাচের প্রথম ইনিংসেই সব উত্তেজনা শেষ হয়ে যায়। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১৬২ রানেই গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। সর্বোচ্চ ৪৭ রান আসে বাবর আজমের ব্যাট থেকে। শোয়েব মালিক করেছেন ৪৩ রান। ভারতীয় বোলার ভুবনেশ্বর কুমার ও কেদার যাদব তিনটি করে উইকেট নিয়েছেন। জবাব দিতে নেমে ২৯.৫ ওভারে ১৬৪ রান করে ৮ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত। এ জয়ে গ্রুপ পর্বের শীর্ষে থেকেই সুপারফোরে উঠে এল কোহলিহীন দলটা। অবশ্য ভারত ও পাকিস্তানের সুপারফোর আগেই নিশ্চিত হয়েছিল। গতকাল শুরুতেই মহাবিপদে পড়ে যায় পাকিস্তান। ৩ রানেই দুই উইকেট হারায় তারা। ভারতের পেসার ভুবনেশ্বর কুমার পাকিস্তানি দুই ওপেনারকে পাঠিয়ে দেন সাজঘরে। অবশ্য শুরুর ধাক্কাটা দারুণভাবে সামাল দিয়েছিলেন বাবর আজম ও শোয়েব মালিক। দুজনে ৮২ রানের জুটি গড়েন। কিন্তু এই জুটি ভাঙার পর আবারও ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তান। অধিনায়ক সরফরাজ আহমেদ ৬, আসিফ আলি ৯ এবং সাদাব খান ড্রেসিং রুমে ফিরে যান ৮ রান করে। ১২১ রানেই ৭ উইকেট হারায় পাকিস্তান। শেষ পর্যন্ত ৪৩.১ ওভারেই গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। জবাব দিতে নেমে রোহিত শর্মার ঝড়োগতির ৫২ রানের ইনিংস ভারতকে সহজ জয়ের পথে এগিয়ে দেয়। শিখর ধাওয়ান ৪৬, আম্বাতি রাইডু ৩১ এবং দীনেশ কার্তিক ৩১ রান করে ভারতকে দারুণ এক জয় এনে দেন।
শিরোনাম
- শিক্ষার্থীদের বাড়ি ফিরতে বিভাগীয় শহরে বাস সার্ভিস দেবে ডাকসু
- হল ছেড়ে মধ্যরাতে খোলা আকাশের নিচে ইডেন ছাত্রীরা, বিক্ষোভ
- ভিকারুননিসায় রবিবারের সব পরীক্ষা স্থগিত
- ভেনেজুয়েলাকে ঘিরে নতুন অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- ছাত্রাবাসে ফাটল : চাদর-বালিশ নিয়ে সড়কে শিক্ষার্থীরা
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
- পেরুর সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল এলাকার মাটিতে ফাটল থেকে নমুনা সংগ্রহ
- ২৩ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি
- এই সময়ে গ্যাস কূপে ড্রিলিং কাজ বন্ধ রাখা শ্রেয়, ফেসবুকে আবহাওয়াবিদ পলাশ
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- ক্ষতিগ্রস্ত ভবনগুলোর নিরাপত্তাঝুঁকি খতিয়ে দেখতে তদন্ত কমিটি
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
পাকিস্তানের ভয়াবহ হার
ক্রীড়া প্রতিবেদক, দুবাই থেকে
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর