ভারত-পাকিস্তান লড়াই মানেই বাড়তি উত্তেজনা। ক্রিকেটীয় লড়াইটাকে দুই প্রতিবেশি দেশ ভিন্ন দৃষ্টিতে দেখে থাকে। গতকাল এশিয়া কাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে দুই চির প্রতিদ্বন্দ্বী উত্তেজনার পারদ স্বাভাবিক উচ্চতায়ও তুলতে পারল না! এর জন্য অবশ্য দায়ী পাকিস্তানি ব্যাটিং লাইনের ব্যর্থতা। ভারতীয় বোলারদের সামনে অসহায় আত্মসমর্পণ করেছিল ফখর-বাবর-ইমামরা। ম্যাচের প্রথম ইনিংসেই সব উত্তেজনা শেষ হয়ে যায়। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১৬২ রানেই গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। সর্বোচ্চ ৪৭ রান আসে বাবর আজমের ব্যাট থেকে। শোয়েব মালিক করেছেন ৪৩ রান। ভারতীয় বোলার ভুবনেশ্বর কুমার ও কেদার যাদব তিনটি করে উইকেট নিয়েছেন। জবাব দিতে নেমে ২৯.৫ ওভারে ১৬৪ রান করে ৮ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত। এ জয়ে গ্রুপ পর্বের শীর্ষে থেকেই সুপারফোরে উঠে এল কোহলিহীন দলটা। অবশ্য ভারত ও পাকিস্তানের সুপারফোর আগেই নিশ্চিত হয়েছিল। গতকাল শুরুতেই মহাবিপদে পড়ে যায় পাকিস্তান। ৩ রানেই দুই উইকেট হারায় তারা। ভারতের পেসার ভুবনেশ্বর কুমার পাকিস্তানি দুই ওপেনারকে পাঠিয়ে দেন সাজঘরে। অবশ্য শুরুর ধাক্কাটা দারুণভাবে সামাল দিয়েছিলেন বাবর আজম ও শোয়েব মালিক। দুজনে ৮২ রানের জুটি গড়েন। কিন্তু এই জুটি ভাঙার পর আবারও ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তান। অধিনায়ক সরফরাজ আহমেদ ৬, আসিফ আলি ৯ এবং সাদাব খান ড্রেসিং রুমে ফিরে যান ৮ রান করে। ১২১ রানেই ৭ উইকেট হারায় পাকিস্তান। শেষ পর্যন্ত ৪৩.১ ওভারেই গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। জবাব দিতে নেমে রোহিত শর্মার ঝড়োগতির ৫২ রানের ইনিংস ভারতকে সহজ জয়ের পথে এগিয়ে দেয়। শিখর ধাওয়ান ৪৬, আম্বাতি রাইডু ৩১ এবং দীনেশ কার্তিক ৩১ রান করে ভারতকে দারুণ এক জয় এনে দেন।
শিরোনাম
- মিরপুরে বিআরটিএ এলাকায় ককটেল বিস্ফোরণ
- ‘আগামী নির্বাচনে নোয়াখালীর ৬টি আসন বিএনপিকে উপহার দেওয়া হবে’
- হাতিরঝিলে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে আগুন
- সোনারগাঁয়ে তাঁতী দলের আহ্বায়ক কমিটি ঘোষণা
- ‘নিরাপত্তার স্বার্থে’ জাবিতে রাত ১০টার পর যেকোনো অনুষ্ঠান নিষিদ্ধ
- ‘ধানের শীষে ভোট দিয়ে দেশকে রক্ষা করুন’
- মোংলায় জামায়াতে ইসলামীর ওলামা সম্মেলন অনুষ্ঠিত
- কাতারের মধ্যস্থতায় শান্তিচুক্তির পথে কঙ্গো ও এম২৩ বিদ্রোহীরা
- বিশ্বনাথে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন দুই সহস্রাধিক মানুষ
- বারী সিদ্দিকীর জন্মদিনে কেক কাটলেন হিমু পাঠক আড্ডার সদস্যরা
- তফসিলের আগে লটারির মাধ্যমে মাঠ প্রশাসনকে আবারও ঢেলে সাজাবে সরকার
- দিনাজপুরে জামায়াত প্রার্থীর মোটরসাইকেল র্যালি
- সিডরে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধগুলো আজও পুনর্নির্মাণ হয়নি
- যুক্তরাষ্ট্র থেকে গম নিয়ে মোংলা বন্দরে জাহাজ
- আগামী নির্বাচন বানচাল হলে দেশ ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়বে
- বাংলাদেশের বাণিজ্য প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে অঙ্গীকার পুনর্ব্যক্ত ডব্লিউটিও’র
- রাজনীতিতে ফ্যাসিবাদ প্রত্যাবর্তনের সব ষড়যন্ত্র নস্যাৎ করে দিতে হবে : মামুনুল হক
- দুই শিরোপার নায়ক রাসেলকেই বাদ দিল কেকেআর!
- মানিকছড়িতে আব্দুর জব্বার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- মেঘনায় অবৈধ বালু উত্তোলনে বাধা, গুলিবিদ্ধ ৩
পাকিস্তানের ভয়াবহ হার
ক্রীড়া প্রতিবেদক, দুবাই থেকে
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর