সোমবার, ১৯ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

থার্টিফার্স্ট নাইটে অনুষ্ঠান করা যাবে না

নিজস্ব প্রতিবেদক

থার্টিফার্স্ট নাইটে অনুষ্ঠান করা যাবে না

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, নির্বাচনজনিত কারণে এ বছর দেশের কোথাও থার্টিফার্স্ট নাইট পালন করা যাবে না। জাতীয় সংসদ নির্বাচনের এক দিন পর থার্টিফার্স্ট নাইট হওয়ার কারণে নিরাপত্তার স্বার্থে সরকার এমন কঠোর সিদ্ধান্ত নিয়েছে। যেহেতু আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচন নিয়ে ব্যস্ত থাকবে তাই এমন পদক্ষেপ নিতে হয়েছে। গতকাল সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বড়দিন এবং থার্টিফার্স্ট নাইটের      নিরাপত্তা নিয়ে আয়োজিত এক সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনে ভোট গ্রহণের দিন। এ কারণে থার্টিফার্স্টে কোথাও কোনো অনুষ্ঠান আয়োজন করা যাবে না। এমনকি বাসাবাড়ির ছাদেও কোনো অনুষ্ঠান করা যাবে না। কোনো ডিজে পার্টি করা, আতশবাজি কিংবা পটকা ফোটানো যাবে না। আন্তর্জাতিকমানের হোটেলগুলো ছাড়া অন্য বারগুলো ৩১ ডিসেম্বর বিকাল থেকে পরদিন ১ জানুয়ারি বিকাল পর্যন্ত বন্ধ থাকবে। এ সময়ের মধ্যে বৈধ আগ্নেয়াস্ত্র নিয়েও ঘোরাঘুরি করা যাবে না। আসাদুজ্জামান খান বলেন, থার্টিফার্স্টের আগে ২৫ ডিসেম্বর খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে।

সর্বশেষ খবর