শিরোনাম
সোমবার, ১০ জুন, ২০১৯ ০০:০০ টা

টাইগারদের ঘুরে দাঁড়ানোর লঙ্কা মিশন

কার্ডিফ থেকে ব্রিস্টলের দূরত্ব মাত্র ৭৫ কিলোমিটার। ট্রেনে এক ঘণ্টার জার্নি। কার্ডিফ সেন্ট্রাল রেল স্টেশন থেকে ব্রিস্টল টেম্পল মিডস বা পার্কওয়েতে নামতে হয়। খুব কাছাকাছি দুই দেশের দুই শহর। কার্ডিফ তো ওয়েলসের রাজধানী শহর, আর ব্রিস্টল পড়েছে ইংল্যান্ডের মধ্যে। যোগাযোগ ব্যবস্থা এতই চমৎকার যে এক শহরে বাড়ি অথচ অন্য শহরে অফিস করেন কার্ডিফ-ব্রিস্টলের অনেকেই।

বাংলাদেশ দল গতকাল স্থানীয় সময় বেলা ১২টায় কার্ডিফের পার্ক প্লাজা হোটেল থেকে চেকআউট করে দুপুরেই ব্রিস্টলে পৌঁছে যায়। কার্ডিফের সৌভাগ্যের ভেন্যু সোফিয়া গার্ডেনে এবার ভাগ্য বিড়ম্বনায় পড়তে হয়েছে মাশরাফিদের। ইংল্যান্ডের বিরুদ্ধে ঠিকমতো প্রতিদ্বন্দ্বিতাও গড়ে তুলতে পারেননি টাইগাররা। যদিও এখনো সেমিফাইনাল খেলার স্বপ্ন অটুট আছে। কেন না টাইগারদের হিসাবটা একটু অন্যরকম। ‘অঘোষিত’ পরিকল্পনা অনেকটা এমন ছিল, প্রথম তিন ম্যাচে তিন শক্তিশালী প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। এর মধ্যে অন্তত একটি জয়, আর বাকি দুই ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলা। টাইগাররা প্রথম ম্যাচেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পেয়ে যায় দারুণ এক জয়। কিন্তু নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের বিরুদ্ধে নিজেদের সেরাটা উজাড় করে দিতে পারেননি ক্রিকেটাররা। পরের তিন ম্যাচে প্রতিপক্ষ শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়া। এদের মধ্যে থেকে বাংলাদেশ পাখির চোখ করে রেখেছে শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ দুটিকে। এরপরের তিন ম্যাচের মধ্যে পাকিস্তান ও আফগানিস্তানের বিরুদ্ধে জয়ের পরিকল্পনা! আর ভারতকে হারাতে পারলে কোনো কথাই নেই। তবে অনিশ্চিয়তার ক্রিকেটে সব হিসাব যে ছক মেনে হবে তা তো নয়। কিন্তু নিজেদের সেরাটা দিয়ে খেলতে পারলে যেকোনো দিন যেকোনো প্রতিপক্ষের বিরুদ্ধে জয় পাওয়া সম্ভব। এখন বাংলাদেশের চিন্তায় ব্রিস্টলের ম্যাচটি। প্রতিপক্ষ শ্রীলঙ্কা। সেমিফাইনালে যেতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই। বিস্টলও টাইগারদের লাকি ভেন্যু। এখানে ২০১০ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে জয়ের দারুণ এক অভিজ্ঞতা আছে। কার্ডিফে জয় আসেনি তো কি হয়েছে, ব্রিস্টল নিশ্চয়ই হতাশ করবে না! তবে টাইগারদের ভয় অন্যখানে, ব্রিস্টলের আবহাওয়ার পূর্বাভাসে দেখা যাচ্ছে সারা দিন হালকা পাতলা বৃষ্টি হবে। তবে এই গ্রীষ্মে যুক্তরাজ্যের আবহাওয়া পরিবর্তন হতেও সময় লাগে না! গতকাল দুপুর ১টা (বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা) এই প্রতিবেদন লেখার সময়ও ব্রিস্টলে প্রচন্ড  রোদ! এখন দেখা যাক, মঙ্গলবারের আবহাওয়া কেমন থাকে!

সর্বশেষ খবর