বৃহস্পতিবার, ১৩ জুন, ২০১৯ ০০:০০ টা

জঙ্গি তৎপরতায় সতর্কতা

নিজস্ব প্রতিবেদক

জঙ্গি তৎপরতায় সতর্কতা

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, বর্তমানে দেশে জঙ্গি কর্মকা- কার্যকরভাবে নিয়ন্ত্রণে রয়েছে। জঙ্গি তৎপরতা যেন কোনোভাবেই মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য পুলিশ কর্মকর্তাদের সজাগ ও সতর্ক থাকতে হবে। গতকাল পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে দিনব্যাপী ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে পুলিশ কর্মকর্তাদের এ নির্দেশ দেন তিনি। সভায় সব রেঞ্জ ডিআইজি, মহানগর পুলিশ কমিশনার ও জেলার পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন। আইজিপি বলেন, জঙ্গি তৎপরতা রোধে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট স্থাপন ও ব্লক রেইড পরিচালনা করতে হবে। কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদার করে আগন্তুক সম্পর্কে তথ্য সংগ্রহ করতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যম নিয়মিত মনিটর করতে হবে।

জঙ্গিদের সম্পর্কে গোয়েন্দা নজরদারি বাড়াতে হবে। বর্তমানে দেশে বিভিন্ন মেগা প্রকল্প চলমান রয়েছে। এসব মেগা প্রকল্পে কর্মরত এবং দেশে বসবাসকারী বিদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এ ছাড়া মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান ‘জিরো টলারেন্স’। মাদকের বিস্তার রোধে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে নিয়ে মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর