অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আজ কঠিন ম্যাচ। অথচ টনটন থেকে নটিংহ্যামে এসে মাত্র একদিন অনুশীলন করার সময় পেয়েছেন ক্রিকেটাররা। তারপরও গতকাল ছিল টাইগারদের ঐচ্ছিক অনুশীলন। ইচ্ছা করলে যে কেউ হোটেলে বসেও কাটাতে পারতেন। তবুও সবাই অনুশীলন করেছেন। মাশরাফি বলেন, ‘এই বড় টুর্নামেন্টে মানসিক অনুশীলনটাই আসল। কেউ যদি মনে করেন, তার মাঠে এসে প্রস্তুতির কোনো দরকার নেই। তিনি হোটেলই বিশ্রাম নিতে পারেন।’ একজন ক্রিকেটার সপ্তাহে সাতদিন অনুশীলন করলেই মাঠে গিয়ে খুব ভালো পারফরর্ম করতে পারবেন এমন নয়। আবার কেউ কম অনুশীলন করেও অনেক ভালো খেলতে পারেন। তার বড় উদারহণ তো সাকিব আল হাসান। সাম্প্রতিক সময়ে সবচেয়ে কম অনুশীলন করেন তিনি। তারপরও এবারের আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক। অন্যদের তুলনায় একটি ম্যাচ কম খেলেও সবার উপরে তিনি। তাই এই বড় টুর্নামেন্টে শারীরিক অনুশীলনের চেয়ে মানসিক প্রস্তুতিকে বেশি গুরুত্ব দিচ্ছেন টাইগার অধিনায়ক, ‘ক্রিকেট হচ্ছে মেন্টাল গেম। এখানে মানসিকভাবে যে যত ভালো থাকবে তার ভালো খেলার সম্ভাবনা তত বেশি।’ টানা দুই ম্যাচে হার এবং বৃষ্টির কারণে একটি ম্যাচ প- হয়ে যাওয়ায় মানসিকভাবে বেশ আপসেট হয়েই পড়েছিল টাইগাররা। তবে টনটনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুরন্ত এক জয়েই সব কিছু বদলে গেছে। টাইগারদের জয়ের ক্ষুধা আরও বাড়িয়ে দিয়েছে। মাশরাফির ভাষ্য, ‘আমাদেরকে একদিকে যেমন পয়েন্ট টেবিলে চোখ রাখতে হচ্ছে, আবার নিজের খেলাও খেলতে হবে। উইন্ডিজের সঙ্গে আমরা অনেক ভালো খেলেছি। ওই ম্যাচের ফল এখানে কোনো কাজ দেবে না সত্যি। কিন্তু ওই জয়ে আমরা নতুন করে বুস্টআপ হয়েছি। ওই জয়টি আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। আর আত্মবিশ্বাস(!) কঠিন জিনিসকেও সহজ করে দেয়।’ টাইগার ক্যাপ্টেনের কথাতেই বোঝা যায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয়ের জন্য বাংলাদেশ কতটা মুখিয়ে আছে!
শিরোনাম
- বড় জয়ে বিশ্বকাপ নিশ্চিত করলো জার্মানি
- জাতিসংঘের গাজা প্রস্তাব ফিলিস্তিনিদের অধিকার পূরণে ব্যর্থ : হামাস
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭০ বাংলাদেশি
- আরাকান আর্মির অতর্কিত হামলায় ৩০ মিয়ানমার সেনা নিহত
- বাংলাদেশ-ভারত মর্যাদার লড়াই : কখন কোথায় কিভাবে দেখা যাবে
- ১৫ মাসে অন্তর্বর্তী সরকার যা করেছে, অতীতে কেউ করতে পারেনি : প্রেস সচিব
- শেখ হাসিনার মৃত্যুদণ্ড ‘খুবই উদ্বেগজনক’ ঘটনা: শশী থারুর
- পারমাণবিক শক্তি অর্জনের পথে সৌদি আরব?
- সরকারের সমালোচনা: ভেনেজুয়েলায় নারী চিকিৎসকের ৩০ বছরের কারাদণ্ড
- রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে হতাহত ১৮
- শেখ হাসিনার বিরুদ্ধে আরও যেসব মামলা আছে ট্রাইব্যুনালে
- শেখ হাসিনার রায় নিয়ে যা বলল জাতিসংঘ
- গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনে জাতিসংঘের অনুমোদন, হামাসের প্রত্যাখ্যান
- আমার ছেলের খুনীর ফাঁসি যেন দেখে যেতে পারি: আবু সাঈদের বাবা
- দিল্লি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৫, গ্রেফতার আরও এক কাশ্মীরি
- মালয়েশিয়ায় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাইবারজায়া ইউনিভার্সিটি
- আফ্রিকার ছয় দেশে আছে রুশ সেনার উপস্থিতি: রাষ্ট্রীয় টিভি
- ‘খালেদা জিয়াকে দেশের সেরা জয় উপহার দিতে চাই’
- উইঘুর যোদ্ধাদের চীনের কাছে হস্তান্তর করবে সিরিয়া