শুক্রবার, ১২ জুলাই, ২০১৯ ০০:০০ টা

ঢাকায় ব্যস্ত সময় কাটিয়ে ফিরে গেলেন মুন

কূটনৈতিক প্রতিবেদক

ঢাকায় ব্যস্ত সময় কাটিয়ে ফিরে গেলেন মুন

তিন দিনের সফর শেষে জাতিসংঘের সাবেক মহাসচিব ও গ্লোবাল কমিশন অন অ্যাডাপটেশনের সভাপতি বান কি মুন গতকাল ঢাকা ত্যাগ করেছেন। জলবায়ু বিষয়ে ঢাকা মিটিং অন গ্লোবাল কমিশন অব অ্যাডাপটেশন উপলক্ষে এবার বাংলাদেশ সফর করলেন বান কি মুন। গতকাল হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। এর আগে ২০১১ সালে জাতিসংঘ মহাসচিব হিসেবে বাংলাদেশে আসা বান কি মুনের সঙ্গে এবারও সফরসঙ্গী ছিলেন স্ত্রী উ সুন তায়েক।

মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা আসার পর থেকেই সম্মেলন নিয়ে ব্যস্ত সময় কাটানো বান কি মুন এরই মধ্যে গিয়েছিলেন কক্সবাজারে আশ্রিত রোহিঙ্গাদের দেখতে। বুধবার সকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন। রাজধানীর একটি হোটেলে আয়োজিত ঢাকা মিটিংয়ে জলবায়ু অভিযোজনে বাংলাদেশকে ‘শ্রেষ্ঠ শিক্ষক’ বলে আখ্যা দেন বান কি মুন। ঢাকা মিটিং অন গ্লোবাল কমিশন অব অ্যাডাপটেশনের বৈঠকে যোগ দিতে আসা আরেক ভিভিআইপি অতিথি দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র রিপাবলিকান মার্শাল আইল্যান্ডের রাষ্ট্রপতি ড. হিলদা ক্যাথি হেইনও গতকাল ঢাকা ত্যাগ করেছেন। ক্লাইমেট ভালনেরাবল ফোরামের প্রধান হিসেবে বৈঠকে অংশ নেওয়া রাষ্ট্রপতি হেইনকেও বিদায় জানান পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন।

সর্বশেষ খবর