সোমবার, ১৯ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

খালেদা মুক্তি পেলে ক্ষমতা ১ মিনিটও নয় : ফারুক

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, রাজপথের আন্দোলনের মাধ্যমেই বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। তিনি বলেন, খালেদা জিয়া কারামুক্ত হয়ে মানুষের সামনে উপস্থিত হলে সরকার এক মিনিটও ক্ষমতায় থাকতে পারবে না। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে চামড়া শিল্প ধ্বংসকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ‘অপরাজেয় বাংলাদেশ’ আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আয়োজক সংগঠনের সভাপতি খলিলুর রহমান ইব্রাহিমের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সিরাজীর পরিচালনায় মানববন্ধনে বিএনপি নেতা আবদুস সালাম আজাদ, কল্যাণ পার্টির ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান, তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক ড. কাজী মনিরুজ্জামান মনির, কৃষক দলের নেতা লায়ন মিয়া মোহাম্মদ আনোয়ার প্রমুখ বক্তব্য রাখেন। জয়নুল আবদিন ফারুক বলেন, একটি মিথ্যা মামলায় খালেদা জিয়াকে কারাবন্দী করে রাখা হয়েছে। কারণ সরকার খালেদা জিয়াকে ভয় পায়। তিনি বলেন, রাজপথে থাকার অভিজ্ঞতা আমাদের আছে। রাজপথে আমরা আন্দোলন-সংগ্রাম করেছি। এতিমের চামড়ার টাকা যারা লুট করতে পারে, অতীতের লুটপাটের অভিজ্ঞতা যে সরকারের আছে, সেই সরকারের কাছে দাবি করে কোনো লাভ নেই। তাই আসুন রাজপথে নেমে বেগম খালেদা জিয়াকে মুক্ত করি। চামড়া শিল্প ধ্বংসকারীদের আইনের আওতায় আনার দাবি জানিয়ে সাবেক এই বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, ‘চতুর্থ বৈদেশিক মুদ্রা অর্জনকারী এই চামড়া শিল্পকে আজকে কারা ধ্বংস করে দিল? দাম না পেয়ে হাজার হাজার কোরবানির পশুর চামড়া মাটির নিচে পুঁতে ফেলা হলো। আজকে ছয় দিন হলো ঈদ চলে গেছে। সরকার যদি সত্যিকার অর্থে জনবান্ধব হতোÑ তাহলে এই গরিবের হকের এতিমের চামড়া লুণ্ঠনকারীদের বিচার হতো। অবশ্য এ সরকার সেটা করবে না।

সর্বশেষ খবর