বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

নৈতিকতার জায়গা থেকে সরে আসছে মানুষ

নিজস্ব প্রতিবেদক

নৈতিকতার জায়গা থেকে সরে আসছে মানুষ

সেলিনা হোসেন

কথাসাহিত্যিক সেলিনা হোসেন বলেছেন, প্রতিদিন গণমাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসছে নৃশংসতার খবর। সমাজের এই বর্তমান পরিস্থিতি দেশের জন্য নির্মম বাস্তবতা। বর্বরতা মূল্যবোধ অবক্ষয়ের নিম্নতম পর্যায়ে পৌঁছেছে। এসব ঘটনা দেশের গৌরবময় অর্জনকে ম্লান করে দিচ্ছে।

গতকাল বাংলাদেশ প্রতিদিনকে তিনি আরও বলেন, কিছুতেই ভাবা যায় না যে ছয় বছরের শিশুকে ৬৭ বছরের কোনো ব্যক্তি ধর্ষণ করতে পারেন। মানুষ তার ধর্মীয় মূল্যবোধ, নৈতিকতার জায়গা থেকে সরে আসছে। ব্যক্তি হিসেবে আমাদের নৈতিক দায়িত্ব বলতে কিছুই থাকছে না। বর্বর আচরণ করে আমরা নিজেদের পুলিশের হাতে তুলে দিচ্ছি। এ পরিস্থিতি কোনো সুস্থ সামাজিক ব্যবস্থায় কাম্য নয়। অনেক দিন ধরেই বলা হচ্ছে, বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়েছে আমাদের দেশে। এর ভয়াবহতা ক্রমাগত বাড়ছে। আমি মনে করি, এ ঘটনাগুলো অনুধাবন করে দৃঢ় পদক্ষেপ নিতে হবে ভয়াবহ পরিস্থিতি রুখতে। শিশুকে ঘুম থেকে তুলে নিয়ে হত্যার অভিযোগ উঠেছে বাবা-চাচার বিরুদ্ধে। শিশু হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। কিন্তু আমরা জানি এমন দৃষ্টান্ত স্থাপন হয় না এ দেশে। সেলিনা হোসেন বলেন, এভাবে যদি নিজেদের সচেতনবোধকে বর্বর আচরণের নিচে তলিয়ে রাখি তাহলে ভয়াবহ দুর্যোগ আমাদের জীবনকে বিপর্যস্ত করবে। নিঃশেষ হবে সমাজ। শুধু সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দিকে তাকিয়ে থাকলে চলবে না। নিজেদের সুস্থ মানসিকতা বিকশিত করতে হবে সুন্দর সামাজিক জীবনের জন্য।

সর্বশেষ খবর