বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

ভারতকে হারিয়ে আজই সিরিজ নিশ্চিতের লক্ষ্য

ক্রীড়া প্রতিবেদক

ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে নামছে বাংলাদেশ। প্রথম ম্যাচে জিতে সিরিজে ১-০তে এগিয়ে রয়েছে টাইগাররা। এই ম্যাচে জিতে সিরিজ নিশ্চিত করতে চান অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। টাইগার ক্যাপ্টেন বলেন, ‘আমরা মরিয়া হয়ে আছি। এটা অনেক বড় একটি সুযোগ আমাদের জন্য। যেহেতু আমরা প্রথমবার ভারতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে সফরে এসেছি।  সিরিজ জিততে পারলে এটা আমাদের জন্য অনেক বড় একটি অর্জন হয়ে থাকবে।’ অন্যদিকে সিরিজে সমতা ফেরাতে দৃঢ়প্রতিজ্ঞ রোহিত শর্মার ভারত। এই ম্যাচে যেভাবেই হোক জয়ের বিকল্প দেখছেন না তিনি। দিল্লির হারের কথা ভুলে আজ নবোদ্যমে রাজকোটে মাঠে নামছে ভারত। রোহিত বলেন, ‘দিল্লিতে খেলেছিলাম পিচের চরিত্র বুঝে। পিচ যেমন আচরণ করছিল সে অনুযায়ী খেলেছিলাম। তবে এখানকার (রাজকোট) পিচ অনেক ভালো। এ কারণে ব্যাটিং-বোলিংয়ে আমাদের ভাবনা হবে ভিন্ন।’ বাংলাদেশ দলে আজ পরিবর্তনের সম্ভাবনা নেই। উইনিং কম্বিনেশন ভাঙতে চাচ্ছেন না মাহমুদুল্লাহ। তবে রাজকোটের উইকেট হচ্ছে ব্যাটিং স্বর্গ। এর আগে মাত্র দুটি টি-২০ ম্যাচ হয়েছে। একটিতে ভারত জিতেছে, আরেকটিতে হেরেছে। তবে দুই ম্যাচেই প্রথম ব্যাটিং করা দল ২০১ ও ১৯৬ রান (অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড) করেছে। তাই উইকেটের কথা চিন্তা করে শেষ মুহূর্তে তিন পেসারের কৌশল থেকে সরেও আসতে পারে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে তৃতীয় পেসার আল আমিনের জায়গায় দেখা যেতে পারে আরাফাত সানীকে।

তবে মুস্তাফিজ ও শফিউলকে বসিয়ে রাখার কোনো সম্ভাবনা নেই। আগের ম্যাচে মুশফিকুর রহিম দুর্দান্ত এক ইনিংস খেলে জয় নিশ্চিত করলেও দলে ছিল সম্মিলিত প্রয়াস। সিনিয়রদের পাশাপাশি তরুণ ক্রিকেটাররাও দারুণ পারফর্ম করেছেন। স্পিনে আমিনুল বিপ্লব এবং আফিফ হোসেন ক্যারিশমা দেখিয়েছেন। আর বোলিংয়ে নাঈম শেখ প্রদর্শন করেছেন দৃঢ়তা। আজও তরুণদের দিকে তাকিয়ে থাকবে বাংলাদেশ। তবে রাজকোটের ম্যাচটি হবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়। আবহাওয়ার পূর্বাভাসে দেখা যাচ্ছে, দুপুরের পর থেকে বৃষ্টির আশঙ্কা আছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর