বুধবার, ১১ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

নাগরিকত্ব বিল নিয়ে ভারতে ব্যাপক প্রতিবাদ বিক্ষোভ

নয়াদিল্লি প্রতিনিধি

ভারতের লোকসভায় নাটকীয়ভাবে পাস নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে ভারতের আসাম রাজ্যে ব্যাপক আন্দোলনে নেমেছে স্থানীয় বিভিন্ন সংগঠন। সোমবার মধ্যরাতে লোকসভায় পাস হয় ‘বিতর্কিত’ নাগরিকত্ব বিল। লোকসভায় বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। এনডিএর শরিক দলগুলো নিয়ে সেই গরিষ্ঠতা আরও বড় হয়েছে। বিলের বিরুদ্ধে শুরু থেকেই সোচ্চার বিরোধীরা। নাগরিকত্ব বিলের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল উত্তর-পূর্বের রাজ্যগুলো। আসামসহ বিভিন্ন এলাকায় হরতালের ডাক দিয়েছে বিভিন্ন সংগঠন। রাস্তায় নেমেছে হাজার হাজার মানুষ, চলছে স্লোগান, মিছিল। বিক্ষোভে শামিল হয়েছে ছাত্রছাত্রীরাও। গতকাল ১২ ঘণ্টার হরতাল পালন করে নর্থ-ইস্ট স্টুডেন্টস অর্গানাইজেশন। তাদের সমর্থন করেছে অল আসাম স্টুডেন্টস ইউনিয়ন। গতকাল সকাল থেকেই তার প্রভাব পড়েছে আসামের বেশ কয়েকটি এলাকায়।

ত্রিপুরায় বন্ধ মোবাইল ইন্টারনেট : ভারতের লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পাসের পর এর বিরুদ্ধে সহিংস বিক্ষোভের মুখে ত্রিপুরায় ২৪ ঘণ্টার জন্য মোবাইল ইন্টারনেট এবং এসএমএস সার্ভিস বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আসামের কয়েকটি এলাকাসহ ত্রিপুরায়ও একাধিক জায়গায় বিক্ষোভ হয়েছে। বন্ধ চলাকালে সহিংসতার ঘটনার পর ত্রিপুরায় মোবাইল, ইন্টারনেট বন্ধের পদক্ষেপ নেওয়া হয় বলে জানিয়েছে এনডিটিভি।

সর্বশেষ খবর