‘বসুন্ধরা গ্রুপের নাম শুনেছি। বসুন্ধরার খাতাতেই লিখি। বসুন্ধরা গ্রুপের স্যারেরা আমাগের বাড়িতে এসেছেন, পাঁচ লাখ টাকার চেক দিয়েছেন। আমার জন্য স্কুল-ব্যাগ আর পরিবারের সবার জন্য ম্যালা উপহার দিয়েছেন। আমি খুব খুশি। বসুন্ধরার স্যারদের অনেক ধন্যবাদ।’ দেশের শীর্ষস্থানীয় শিল্প পরিবার বসুন্ধরা গ্রুপের সহযোগিতা পেয়ে এভাবেই প্রতিক্রিয়া ব্যক্ত করেন হাত-পা ছাড়া জন্ম নেওয়া যশোরের মনিরামপুর উপজেলার শেখপাড়া খানপুর গ্রামের হাবিবুর রহমানের মেয়ে লিতুন জিরা। মুখ দিয়ে লিখেই এবারের প্রাথমিক সমাপনীতে সে জিপিএ-৫ পেয়ে অবাক করে দেয়। ভালো গানও গায় সে। অদম্য ইচ্ছা শক্তি আর মেধায় লিতুন জিরা ভবিষ্যতে চিকিৎসক হতে চায়। কিন্তু তার এই দীর্ঘ পথচলায় বাস্তবিকভাবেই রয়েছে অনেক বাধা। সেসব বাধা যাতে কোনোভাবেই লিতুন জিরার পথচলা থামিয়ে না দেয়, সে জন্য বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহান তার পাশে থাকার ইচ্ছা প্রকাশ করেন। যার পরিপ্রেক্ষিতে গতকাল দুপুরে লিতুন জিরার বাড়িতে গিয়ে তার বাবা-মায়ের হাতে ৫ লাখ টাকার চেক তুলে দেন বসুন্ধরা গ্রুপের ডিজিএম মো. রেদোয়ানুর রহমান। এ সময় লিতুন জিরাকে স্কুলব্যাগসহ নানা উপহার সামগ্রী দেওয়া হয়। মো. রেদোয়ানুর রহমান বলেন, লিতুন জিরার পড়ালেখা যাতে বন্ধ না হয়, সেজন্য বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহান পাঁচ লাখ টাকা দিয়েছেন। তিনি বলেন, লিতুন জিরার মতো শিশু-কিশোরদের বিশেষ ব্যবস্থায় থাকা ও পড়াশোনার জন্য বসুন্ধরার বেশ কিছু উদ্যোগ আছে। লিতুন জিরার পরিবার চাইলে বসুন্ধরা গ্রুপ সেটি অবশ্যই বিবেচনা করবে।
শিরোনাম
- উট ও স্বর্ণ থেকে সাম্রাজ্য: দাগোলোর হাতে এখন অর্ধেক সুদান
- সৌদিতে আরও ১৭ হাজার নারী সংগীত শিক্ষক প্রশিক্ষণ পাচ্ছেন
- খামেনির ছবি পোড়ানোর পর যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
- মেডিক্যাল শিক্ষকদের মূল বেতনের ৭০ শতাংশ প্রণোদনা ঘোষণা
- বিপিএলে ৫ দল, শুরু ডিসেম্বরের মাঝামাঝিতে
- বিএনপিতে যোগ দিলেন শহীদ মীর মুগ্ধের ভাই স্নিগ্ধ
- ঢাবিতে সহিংসতায় ছাত্রলীগ নেতাসহ ৪০৩ জনকে শোকজ
- দুই দল যা-ই বলে, সরকার তা-ই করে : মির্জা আব্বাস
- পদোন্নতি পাচ্ছেন এক হাজারের বেশি বিচারক
- ইরাক আগ্রাসনের ‘মূল হোতা’ সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্টের মৃত্যু
- তরিকুল ইসলাম ছিলেন দলের দুর্দিনের কাণ্ডারি: তৃপ্তি
- জুডিসিয়াল সার্ভিস কমিশনে নিয়োগ পেলেন বিচারপতি আহমেদ সোহেল
- ‘১৭ বছর রাজপথে নির্যাতিত ত্যাগী কর্মীদের চোখে আজ আশার আলো’
- নির্বাচনের সময়ে ভুয়া খবর প্রচারে জেল-জরিমানা
- বগুড়ার ডিবির সাবেক ইনচার্জসহ দুইজনের প্রত্যাহার আদেশ বাতিল
- বগুড়ায় উদ্ধার হওয়া ৩৯ ককটেল নিষ্ক্রিয় করল সেনাবাহিনী
- ব্রাহ্মণবাড়িয়ায় তিন টিকিট কালোবাজারি গ্রেফতার
- জনশক্তি পাঠানোর লক্ষ্যে বাংলাদেশ-জাপান ১৩ সমঝোতা
- বিএনপির মনোনীত প্রার্থীকে বীরগঞ্জ-কাহারোলে ব্যাপক সংবর্ধনা
- শওকত-রনির কোলাকুলি, ধানের শীষকে বিজয়ী করার আহ্বান
যশোরের সেই লিতুনের মুখে হাসি
বসুন্ধরা গ্রুপ দিল পাঁচ লাখ টাকা
নিজস্ব প্রতিবেদক, যশোর
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর