সোমবার, ২৭ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা
বিএসএমএমইউর বিবৃতি

খালেদা জিয়ার দাঁতের ব্যথা নেই ডায়াবেটিস নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক

খালেদা জিয়ার দাঁতের ব্যথা নেই ডায়াবেটিস নিয়ন্ত্রণে

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে বিবৃতি দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ। গতকাল এক বিবৃতিতে বলা হয়, প্রায় ১০ মাস চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার শারীরিক সমস্যার কোনো কোনো ক্ষেত্রে আশানুরূপ উন্নতি হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, বেগম জিয়ার কোনো কোনো রোগ স্থিতিশীল রয়েছে। দাঁতের ব্যথা ভালো হয়েছে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রয়েছে। শারীরিক দুর্বলতার উন্নতি হয়েছে। ২০০৯ ও ২০১২ সালে তার দুই হাঁটুতে অস্ত্রোপচারের মাধ্যমে নি-রিপ্লেসমেন্ট করা হয়। আর্থাইটিসের ব্যথা কমানোর জন্য মেডিকেল বোর্ডের পক্ষ থেকে আধুনিক চিকিৎসাসেবা প্রদানের জন্য ভ্যাকসিন নেওয়া, বায়োলজিকস ও অন্যান্য আধুনিক মেডিসিন সেবনের পরামর্শ দেওয়া হয়। কয়েক মাস ধরে মেডিকেল বোর্ডের চিকিৎসকরা আর্থ্রাইটিসের উন্নত চিকিৎসা নেওয়ার জন্য বেগম খালেদা জিয়াকে অনুরোধ করে যাচ্ছেন। কিন্তু তিনি এখন পর্যন্ত আর্থ্রাইটিসের আধুনিক চিকিৎসা গ্রহণে সম্মতি দেননি। এ জন্য আর্থ্রাইটিসের আশানুরূপ উন্নতি হচ্ছে না। ডায়াবেটিস, আর্থ্রাইটিস, উচ্চ রক্তচাপ এবং বয়সজনিত কিছু সমস্যা সম্পূর্ণ নির্মূলযোগ্য নয়। যথাযথ ও উন্নত চিকিৎসার মাধ্যমে নিয়ন্ত্রণে রাখা ও রোগীকে ভালো রাখার চেষ্টা করা হয়। বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে সেই কাজটিই করে যাচ্ছে।  

সর্বশেষ খবর