শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

মেয়র প্রার্থীরা ভোট দেবেন কে কোথায়

নিজস্ব প্রতিবেদক

ভোট গ্রহণের শুরুতেই ভোট দেবেন ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র প্রার্থীরা। ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আতিকুল ইসলামের মিডিয়া সমন্বয়কারী জয়দেব নন্দী জানান, সকাল ৮টার দিকে উত্তরার আজমপুরের নওয়াব হাবিবুল্লাহ স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন আতিকুল। আর একই সিটিতে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের মেয়র প্রার্থী তাবিথ আউয়াল ভোট দেবেন গুলশান-২ নম্বরে আল মানারাত ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে।          

তিনিও সকাল ৮টার দিকেই কেন্দ্রে যাবেন বলে জানিয়েছেন তার নির্বাচনের মিডিয়া সমন্বয়কারী মাহমুদ হাসান। অন্যদিকে সকাল ৮টার দিকে রাজধানীর ধানমন্ডির ৭/এ তে ড. মালিকা বিশ্ববিদ্যালয় কলেজে ভোট দেবেন ঢাকা দক্ষিণ সিটিতে আওয়ামী লীগ মনোনীত নৌকার মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। ব্যারিস্টার তাপসের নির্বাচন সমন্বয়কারী তারেক শিকদার এ তথ্য জানান। আর বিএনপির ধানের শীষ প্রতীকের মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন গোপীবাগের আর কে মিশন রোডের শহীদ শাহজাহান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেবেন। এ তথ্য নিশ্চিত করেছেন তার নির্বাচনের মিডিয়া সমন্বয়কারী খোরশেদ আলম। এদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির মনোনীত মেয়র প্রার্থী সাইফুদ্দিন আহমেদ মিলন সকাল সাড়ে নয়টায় আমলীগোলা প্রাইমারি স্কুলে ভোট দেবেন। দক্ষিণ সিটি করপোরেশনে হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী আলহাজ আবদুর রহমান সকাল ১০টায় কার্জন হলে ভোট দেবেন। আর ইসলামী আন্দোলনের উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী ফজলে বারী মাসউদ সকাল নয়টায় রামপুরা একরামুন্নেসা বিদ্যালয়ে ভোট দেবেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর