বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০ ০০:০০ টা
প্রেসিডেন্ট প্রার্থিতা থেকে সরে দাঁড়ালেন স্যান্ডার্স

ট্রাম্পের বিরুদ্ধে লড়বেন বাইডেন

প্রতিদিন ডেস্ক

ট্রাম্পের বিরুদ্ধে লড়বেন বাইডেন

যুক্তরাষ্ট্রে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ডেমোক্র্যাটিক প্রার্থী বার্নি স্যান্ডার্স। ফলে এখন প্রায় সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের মনোনয়ন পাওয়া প্রায় নিশ্চিত হয়ে গেল। গত মাসে নির্বাচনী প্রচারে সুবিধা করতে পারেননি সান্ডার্স। গতকাল তিনি প্রচার বন্ধের ঘোষণা দিয়ে নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়ালেন। বিবিসির খবরে বলা হয়, ৭৮ বছর বয়সী স্যান্ডার্স গতকাল এক অনলাইন কনফারেন্সে তার নির্বাচনী শিবিরের কর্মীদের প্রতি বক্তব্য রাখেন। স্বঘোষিত এই ডেমোক্র্যাটিক  সোশ্যালিস্ট প্রচারণার শুরুর দিকে স্বাস্থ্যসেবা ও শ্রমিকশ্রেণির পক্ষে অবস্থান নিয়ে ব্যাপক সফলতা অর্জন করেন। কিন্তু পরবর্তীতে বাইডেন তাকে বিশাল ব্যবধানে  পেছনে ফেলে দেয়।

গতকালের সম্মেলনে স্যান্ডার্স বলেন, আমরা কেমন রাষ্ট্র হতে পারব সে ব্যাপারে আমেরিকান বিবেককে পাল্টে দিয়েছি। অর্থনৈতিক ন্যায্যতা, সামাজিক ন্যায্যতা, জাতিগত ন্যায্যতা ও পরিবেশগত ন্যায্যতার জন্য অশেষ সংগ্রামের দিকে বড় ধরনের পদক্ষেপ নিয়েছি। আমাদের প্রচারণা আদর্শগত সংগ্রামে জয়ী হয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে তিনি করোনাভাইরাসের জন্য সব বৈঠক ও সম্মেলন অনলাইনেই করছেন। প্রচারণায় তরুণ ভোটারদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। তবে আফ্রিকান-আমেরিকান ভোটারদের কাছ থেকে পর্যাপ্ত ভোট নিশ্চিত করতে পারেননি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর