শনিবার, ৬ মার্চ, ২০২১ ০০:০০ টা

খাগড়াছড়িতে ২৬ মার্চ বাংলাদেশ-ভারত মৈত্রী সেতু উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

আগামী ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে অনেক স্থাপনার সঙ্গে খাগড়াছড়ি জেলার রামগড়ে ‘বাংলাদেশ-ভারত মৈত্রী সেতু-১’ আনুষ্ঠানিক উদ্বোধন হতে যাচ্ছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেতুটির উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। গতকাল সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন খাগড়াছড়ির রামগড়ে ফেনী নদীর ওপর নির্মিত ‘বাংলাদেশ-ভারত মৈত্রী সেতু-১’ পরিদর্শনকালে স্থানীয় সাংবাদিকদের এ কথা বলেন। তিনি জানান, বাংলাদেশের পক্ষ থেকে সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে, ভারত এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। পররাষ্ট্র সচিবের পরিদর্শনকালে সেনাবাহিনী ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী, রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাহমুদ উল্লাহ মারুফসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ভারতের ত্রিপুরা রাজ্যের মিজোরামসহ পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্যের সঙ্গে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে ২০১৫ সালের ৬ জুন উভয় দেশের প্রধানমন্ত্রী বাংলাদেশ-ভারত মৈত্রী সেতু-১ এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর