সোমবার, ১৯ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

৩৬ লাখ কৃষক-শ্রমিককে আর্থিক সহায়তা দেবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

৩৬ লাখ কৃষক-শ্রমিককে আর্থিক সহায়তা দেবেন প্রধানমন্ত্রী

করোনা মহামারীর দ্বিতীয় ধাক্কায় বিভিন্ন পেশার ক্ষতিগ্রস্তদের আবারও অর্থ সহায়তা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১ লাখ ক্ষতিগ্রস্ত কৃষক পরিবার ৫ হাজার টাকা এবং অন্য পেশার প্রায় ৩৫ লাখ ক্ষতিগ্রস্ত পরিবারকে আড়াই হাজার টাকা করে নগদ সহায়তা দেওয়া হবে। কৃষক-শ্রমিক, দিনমজুর, গৃহকর্মী, মোটরশ্রমিকসহ বিভিন্ন পেশায় ক্ষতিগ্রস্তদের পুনরায় অর্থ সহায়তা দেওয়ার বিষয়টি এরই মধ্যে অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব  ইহসানুল করিম  এ তথ্য জানিয়েছেন। বাসস

প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী দ্রুততম সময়ে উপকারভোগীদের হাতে এসব অর্থ সহায়তা পৌঁছে দেওয়া হবে। তিনি বলেন, করোনা ও সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা শুরু করেছে সরকার। কৃষকদের পাশাপাশি সরকারের অর্থ বিভাগে সংরক্ষিত ডাটাবেজ অনুযায়ী বিভিন্ন পেশায় ক্ষতিগ্রস্তদের অর্থ সহায়তা দেওয়া হবে। ১৪ এপ্রিল থেকে করোনাভাইরাসের বিস্তার রোধে চলাচলে বিধিনিষেধ আরোপ করার ফলে ক্ষতিগ্রস্ত দিনমজুর, কৃষক, শ্রমিক, গৃহকর্মী, মোটরশ্রমিকসহ অন্য পেশায় নিয়োজিত ৩৬ লাখ উপকারভোগী পরিবারকে পুনরায় আড়াই হাজার টাকা  ও ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। এ বাবদ প্রয়োজনীয় অর্থ চলতি ২০২০-২১ অর্থ বছরের সংশোধিত বাজেটে অর্থ বিভাগের বাজেটের অধীনে করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকবিলায় তহবিলে বরাদ্দ অর্থ থেকে নির্বাহ করা হবে। পূর্ব অভিজ্ঞতার আলোকে অর্থ বিভাগের ডাটাবেজে সংরক্ষিত তালিকায় অন্তর্ভুক্তদের সরাসরি অতি অল্প সময়ে আর্থিক সহায়তা দেওয়া হবে।

সর্বশেষ খবর