হুইপ শামসুল হক চৌধুরীর মানব পাচার নিয়ে চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করেছিল জাতীয় দৈনিক প্রথম আলো। ‘শামসু তার ছেলেকে খেলোয়াড় সাজিয়ে নিয়ে গেছেন’ শিরোনামে ২০০২ সালের ২২ আগস্ট প্রকাশিত হয় এ প্রতিবেদন। ফুটবলকে ব্যবহার করে হুইপ শামসুল হকের গুরুতর অপরাধে জড়িয়ে থাকার তথ্য উঠে আসে প্রতিবেদনে। প্রথম আলোর সেই প্রতিবেদনে বলা হয়, চট্টগ্রাম আবাহনীর সাধারণ সম্পাদক শামসুল হক চৌধুরী তার ছেলে নাজমুল হক চৌধুরীকে (শারুন) খেলোয়াড় সাজিয়ে লন্ডন নিয়ে গিয়েছিলেন। পাশাপাশি হুইপ শামসুল হকের বিরুদ্ধে অন্তত ১১ জনকে আদম হিসেবে পাচার করার প্রমাণ পাওয়ার কথা বলা হয়েছে প্রতিবেদনে। প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়, চট্টগ্রাম আবাহনী লিমিটেডের গোপনে লন্ডন যাওয়া দলের তালিকায় ক্লাবের সদস্য সচিব শামসুল হক চৌধুরীর ছেলেও রয়েছে। ছেলেকে বিদেশে নেওয়ার ব্যাপারে এই কর্মকর্তা জালিয়াতির আশ্রয় নিয়েছেন। না হয় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আবদুর রাজ্জাক হাওলাদার স্বাক্ষরিত সরকারি অনুমোদনপত্রে (জিও) নাজমুল হক চৌধুরীর নাম কেন ‘খেলোয়াড়’ হিসেবে দেখানো হলো? আদম পাচার কেলেঙ্কারি উদ্ঘাটনের জন্য পাঁচ সদস্যের চট্টগ্রাম আবাহনীর তদন্ত দলটির অনুসন্ধান এখনো অব্যাহত আছে। কমিটির সদস্যরা গতকাল রাতে (২০০২ সালের ২১ আগস্ট) ক্লাবের সভাপতি ও আওয়ামী লীগের সংসদ সদস্য রফিকুল আনোয়ারের সঙ্গে দেখা করে আদম পাচারের অন্যতম নায়ক শামসুল হক চৌধুরীকে সদস্য সচিব পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানান। লন্ডনগামী ৩৮ জনের দলে অন্তত ১১ জনকে আদম হিসেবে পাচার করার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। তারা হলেন- ঢাকার মাহাবুবুল আলম, গিয়াস উদ্দিন মিয়াজি, আনিসুর রহমান চৌধুরী, সাহাবুদ্দিন, চট্টগ্রামের এম এন শাকিল, আরিফ মাহমুদ, নূরুল আফসার মিন্টু, চাঁদপুরের শফিকুল ইসলাম, নারায়ণগঞ্জের বদরুল ইসলাম দৌজা প্রমুখ। তদন্ত কমিটি তাদের নাম-ঠিকানা সংগ্রহ করে রেখেছে। প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়, আদম পাচারের অভিযোগ ছাড়াও ক্লাবের বিপুল অঙ্কের অর্থ কেলেঙ্কারির খবরও ফাঁস হয়েছে। আবাহনীর সদস্য সচিব শামসুল হক চৌধুরীর স্বাক্ষরে ব্যাংকে জমাকৃত ১ কোটি টাকার মধ্যে মাত্র ৪০ হাজার টাকা জমা আছে। লিমিটেড কোম্পানির নিয়ম অনুসারে একক কোনো ব্যক্তি ব্যাংকে লেনদেন করতে পারেন না। এক্ষেত্রে প্রশ্ন উঠেছে, চট্টগ্রাম আবাহনীকে আনুষ্ঠানিকভাবে লিমিটেড কোম্পানি করা হয়েছে, নাকি কতিপয় কর্মকর্তার মিথ্যা প্রচারণা? উল্লেখ করা হয়েছে প্রথম আলোর প্রতিবেদনে।
শিরোনাম
- হাই কোর্টে স্থায়ী হলেন অভ্যুত্থানের পরে নিয়োগ পাওয়া ২২ বিচারপতি
- ভোজ্যতেলের বাজার স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের সহযোগিতা চাইলেন বাণিজ্য উপদেষ্টা
- শিল্পকলায় ‘সুড়ঙ্গ’
- ‘ডাউন সিনড্রোম জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও কর্মসংস্থান সৃষ্টির আহ্বান’
- আমার বিরুদ্ধে উদ্দেশ্যমূলক বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: মাসুদুজ্জামান মাসুদ
- সাবেক এমপি ফরহাদের বিরুদ্ধে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মামলা
- সত্যিকারের স্বাধীনতা অর্জিত হয়েছে ৭ নভেম্বর : রিজভী
- নাশকতার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার
- চাটখিল-সোনাইমুড়ি সড়কে একদিকে উচ্ছেদ, অন্যদিকে দখল
- আজহারীর নকল বই বিক্রি : ডিবিকে তদন্ত করতে আদালতের নির্দেশ
- প্রেমিকাকে পতিতালয়ে বিক্রির দায়ে যুবকের ৭ বছরের কারাদণ্ড
- বগুড়ায় পুণ্ড্র ইউনিভার্সিটির ইংরেজী বিভাগে সেমিনার অনুষ্ঠিত
- সিডনিতে ‘ওয়াসিডিয়ানস অ্যাসোসিয়েশন’-এর প্রথম পুনর্মিলনী
- ভোটকেন্দ্রের নিরাপত্তায় ৪০ হাজার বডি ক্যামেরা কেনার প্রক্রিয়া শেষ পর্যায়ে
- কুষ্টিয়ায় চিংড়িতে জেলি, ৬ ব্যবসায়ীকে জরিমানা
- বগুড়ায় আলুর দাম নিয়ে শঙ্কায় চাষিরা
- কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরামের কমিটি গঠন
- পরাজয় থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে : নাসির উদ্দীন
- হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা বিচারের জন্য প্রস্তুত
- নারায়ণগঞ্জ সরকারি হাসপাতালে ক্লিনিং ডে উদ্বোধন