শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

জাফরুল্লাহ চৌধুরীকে এরশাদের দোসর হিসেবে জানতাম : রিজভী

নিজস্ব প্রতিবেদক

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীকে ‘এরশাদের দোসর’ আখ্যায়িত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। সম্প্রতি বিএনপিকে নিয়ে জাফরুল্লাহ চৌধুরীর নানা বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, তাকে (জাফরুল্লাহ চৌধুরী) তো আমরা স্বৈরাচার এরশাদের দোসর হিসেবেই জানতাম। বর্তমানে বিএনপিকে নিয়ে দেওয়া তার বক্তব্যগুলো আমার কাছে অরুচিকর বলে মনে হয়। গতকাল সকালে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

রিজভী আহমেদ বলেন, জাফরুল্লাহ সাহেব এখন গণতন্ত্রের কথা বলেন। এরশাদের সঙ্গে ওষুধনীতি নিয়ে কী দহরম-মহরম করেছেন- তা মানুষের জানা আছে। আজকে জাতির বিবেক হয়েছেন, কে কী করবে, না করবে; কার কী করা উচিত- তার মাত্রা ছাড়িয়ে গিয়ে সবক দিচ্ছেন উদ্দেশ্যপ্রণোদিতভাবে। রিজভী আরও বলেন, জাফরুল্লাহ চৌধুরী একজন বর্ষীয়ান ব্যক্তি। তিনি মুক্তিযুদ্ধে অবদান রেখেছেন। কিন্তু সব শিষ্টাচারের বাইরে গিয়ে কথা বলবেন তা হতে পারে না। তিনি মাঝে মাঝেই বিএনপি ও বিএনপির নেত্রী সম্পর্কে এমন কথা বলেন, যা সব সভ্যতা, সুরুচির বাইরে চলে যায়। অনেকেই বলেন বা আমরা খবরের কাগজে দেখি জাফরুল্লাহ চৌধুরীকে জাতীয়তাবাদী শক্তির সমর্থিত বুদ্ধিজীবী বলা হয়। যদি তাই হয় তাহলে তিনি প্রকাশ্যে যেভাবে বিএনপির নেত্রী খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মন্তব্য করেন- এটা সব সভ্যতা-ভব্যতা-শিষ্টাচারের বিপরীত। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিষয়ে জাফরুল্লাহ চৌধুরীর বক্তব্য দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করি না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর