শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

আবারও বিসিবি সভাপতি পাপন

ক্রীড়া প্রতিবেদক

আবারও বিসিবি সভাপতি পাপন

বিসিবির নির্বাচনে কোনো চমক ছিল না। উত্তেজনা, সংশয় কিংবা অনিশ্চয়তাও ছিল না। পূর্ব ধারণা মতোই পরিচালক নির্বাচিত হয়েছেন। পরিচালকরাও আনুষ্ঠানিকতা পালন করেছেন নির্বাচনের পরদিন। গতকাল ছিল নির্বাচিত পরিচালনা পর্ষদের প্রথম বৈঠক। প্রথম সভাতেই পরিচালকরা সর্বসম্মতভাবে বিসিবির সভাপতি  হিসেবে নির্বাচিত করেছেন নাজমুল হাসান পাপনকে। এ নিয়ে নাজমুল হাসান ২০১৩ ও ২০১৭ সালের পর পুনরায় বিসিবির সভাপতি হিসেবে আগামী চার বছরের জন্য নির্বাচিত হয়েছেন। তবে বিসিবির প্রথম দায়িত্ব নেন ২০১২ সালে। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে তারচেয়ে লম্বা সময়ের জন্য আর কেউ সভাপতির দায়িত্ব পালন করেননি। বুধবারের বিসিবির নির্বাচনে ক্যাটাগরি-২ বা ক্লাব ক্যাটাগরি থেকে ৫৭ ভোটের মধ্যে সর্বোচ্চ ৫৩ ভোট পেয়েছেন তিনি। অবশ্য তার সমান আরও দুই পরিচালক এনায়েত হোসেন সিরাজ ও গাজী গোলাম মর্তুজা ভোট পেয়েছেন। নির্বাচনে বিসিবি সভাপতি কারও কাছে ভোট চাননি বলেন, ‘সত্যি কথা হলো, আমি কারও কাছে ভোট চাইনি। আমার হয়ে অনেকেই হয়তো চেয়েছে। কিন্তু আমি কারও কাছে ভোট চাইনি। কারণ, আমি দেখতে চেয়েছি বাংলাদেশ ক্রিকেটের আসল অবস্থাটা কী? মানুষ কী মনে করেন, ভোটাররা কী মনে করেন।’ যদিও বিসিবির বার্ষিক সাধারণ সভায় তিনি পরিষ্কার করে জানিয়েছিলেন, ডাক্তারের পরামর্শে তিনি আর বিসিবির সভাপতি চান না। কিন্তু সে পথে হাঁটেননি।

সর্বশেষ খবর