শনিবার, ৬ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

সরকারের পতনের লক্ষণ দেখা যাচ্ছে : খসরু

নিজস্ব প্রতিবেদক

বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশ যখন আন্দোলনের দিকে যায়, আর আন্দোলন যখন সফলতা পায় তখন সরকার পতনের সময় ঘনিয়ে আসে। এখন সে লক্ষণই দেখতে পাচ্ছি। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন। আয়োজক সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার মো. ফখরুল আলমের সভাপতিত্বে মানববন্ধনে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ঢাকা মহানগরী দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম প্রমুখ বক্তব্য দেন।

আমীর খসরু মাহমুদ আরও বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও ডিজেলের দাম বাড়ায় দেশের মানুষ কষ্টের শেষ সীমানায় পৌঁছে গেছে। বাংলাদেশ আজ বিশ্বের অন্যতম ব্যয়বহুল দেশ। এ দেশের বেশির ভাগ মানুষের দুই বেলা খেতে কষ্ট হয়। বিশ্বের ব্যয়বহুল দেশের যে ইন্ডেক্স রয়েছে সেখানে শীর্ষে বাংলাদেশ। অন্যদিকে দুর্নীতি ও পরিবেশ দূষণেও শীর্ষে রয়েছে এ দেশটি। সরকারের উদ্দেশে তিনি বলেন, বিএনপি যে আন্দোলনের ডাক দিয়েছে সে আন্দোলনে পরিষ্কারভাবে আমরা বলেছি এ স্বৈরাচার সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না। এমনকি আলোচনায়ও যাবে না। শুধু নিরপেক্ষ সরকারের আলোচনা হতে পারে। সেটা কীভাবে গঠন করা হবে, সে আলোচনা আওয়ামী লীগসহ দেশের গণতন্ত্র ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে বিশ্বাস করে এমন সব রাজনৈতিক দলের সঙ্গে হবে। আলোচনার মাধ্যমে নিরপেক্ষ সরকারের রূপরেখা তৈরি করা হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর