রবিবার, ১৪ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

ঢাকায় পাকিস্তান ক্রিকেট দল

ক্রীড়া প্রতিবেদক

ম্যাথু ওয়েডের অতিমানবীয় ইনিংসে ভেস্তে যায় পাকিস্তানের টি-২০ বিশ্বকাপ ফাইনাল। ছক্কার ঝড় না হলে হয়তো আজকের ফাইনালে পাকিস্তানই থাকত। ফাইনাল খেলছে না বলে নির্ধারিত সময়ের একটু আগে ঢাকায় পা রাখে পাকিস্তান। গতকাল সকালে পাকিস্তান ক্রিকেট দল ঢাকায় পা রেখেছে  তিনটি টি-২০ ও দুটি টেস্ট খেলতে। সফরের প্রথম টি-২০ ম্যাচ ১৯ নভেম্বর। পরের দুটি ২০ ও ২২ নভেম্বর। দিবা-রাত্রির ম্যাচ তিনটির ভেন্যু মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়াম। চট্টগ্রামে প্রথম টেস্ট ২৬-৩০ নভেম্বর এবং মিরপুরে দ্বিতীয় টেস্ট ৪-৮ ডিসেম্বর। পাকিস্তান ক্রিকেট দল বাংলাদেশে এসেছে ২০১৫ সালের পর। গতকাল সকাল ৮টায় দুবাই থেকে সরাসরি ঢাকায় আসে দলটির ২৭ সদস্য। কিন্তু আসেননি অধিনায়ক বাবর আজম ও বর্ষিয়ান ক্রিকেটার শোয়েব মালিক। কবে আসবেন দুই ক্রিকেটার, জানা যায়নি। জানা গেছে, মঙ্গলবার দুজনে আসবেন ঢাকায়।   

গতকাল সকালে ঢাকায় পৌঁছেই হোটেলে উঠে যান রিজওয়ান, ফখর, আসিফ, হাসানরা। হোটেলে তাদের কভিড পরীক্ষা করা হচ্ছে। সবাই নেগেটিভ হলে গতকালই শুধু কোয়ারেন্টাইনে থাকতে হতো। আজ অনুশীলনে নামবেন। টি-২০ বিশ্বকাপে দারুণ পারফরম্যান্স করেছে পাকিস্তান। ২০০৯ সালের টি-২০ বিশ্বচ্যাম্পিয়নরা সুপার টুয়েলভের প্রথম ম্যাচ থেকেই আলো ছড়িয়েছে। প্রথম ম্যাচে চির প্রতিদ্বন্দ্বী ভারতকে হারায় ১০ উইকেটে। এরপর টানা চার ম্যাচে নিউজিল্যান্ড, আফগানিস্তান, নামিবিয়া ও স্কটল্যান্ডকে। সেমিফাইনালে হেরে যায় অস্ট্রেলিয়ার কাছে। বাংলাদেশের বিপক্ষে দেশটি এখন পর্যন্ত ১২ টি-২০ ম্যাচ খেলে জিতেছে ১০টি। হেরেছে মাত্র ২টি। ১১ টেস্টের ১০টিতে জিতেছে এবং ড্র সাকল্যে একটি। বাইলেটারাল সিরিজ খেলতে পাকিস্তান সবশেষ ঢাকায় এসেছিল ২০১৫ সালে। দুই ম্যাচ টেস্ট সিরিজ পাকিস্তান জিতেছিল ১-০ ব্যবধানে। ওয়ানডে জিতেছিল বাংলাদেশ ৩-০ এবং টি-২০ জিতেছিল ১-০ ব্যবধানে।

সর্বশেষ খবর