মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

ইউপিতে এখনো থামেনি সহিংসতা

আরও দুজন নিহত, হামলা চলছেই

প্রতিদিন ডেস্ক

ইউপি নির্বাচন নিয়ে বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর, হুমকি এবং হতাহতের ঘটনা ঘটেই চলছে। বিভিন্ন স্থানে গতকালও এসব ঘটেছে। এ ছাড়া আগের হামলায় আহত দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-

বরিশাল : বরিশালের আগৈলঝাড়ায় ইউপি নির্বাচন-পরবর্তী সহিংসতায় আহত এক ভ্যানচালক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। গতকাল ভোর সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত ভ্যানচালক মোকলেস মিয়া (৬৫) একই উপজেলার বাগধা গ্রামের মৃত সফিজউদ্দিন মিয়ার ছেলে। ময়নাতদন্তের জন্য তার লাশ গতকাল দুপুরে বরিশাল মর্গে প্রেরণ করা হয়।

নিহতের ছেলে উজ্জ্বল মিয়া জানান, ১১ নভেম্বর বাগধা ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বর পদে বিজয়ী হন আপেল প্রতীকের প্রার্থী শামীম মিয়া ওরফে লিকচান। ১৩ নভেম্বর সকালে ভ্যানযোগে মেম্বার শামীম খাজুরিয়া থেকে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে দেখা করার উদ্দেশে রওয়ানা হন। কিছুদূর অগ্রসর হওয়ার পরপরই পরাজিত মেম্বার প্রার্থী ইউনুস মিয়ার (টিউবওয়েল) নেতৃত্বে ৩০-৩৫ জন লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। হামলায় ভ্যানের ৭-৮ জন আহত হন। এ সময় মোকলেসকে বেদম প্রহার করা হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় গতকাল তার মৃত্যু হয়। আগৈলঝাড়া থানার ওসি গোলাম ছরোয়ার জানান, ওই ঘটনায় গত শনিবার ২৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনকে আসামি করে একটি হামলা মামলা হয়েছে। শনিবার তানভীর ইসলাম রাছেল এনামুল হাওলাদার ও রফিক মিয়া নামে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। মাদারীপুর : কালকিনিতে ইউপি নির্বাচনী সহিংসতার জেরে বোমায় আহত বৃদ্ধ আলমগীর প্যাদার (৬০) মৃত্যু হয়েছে। তিনি উপজেলার সিডিখান এলাকার সিডিখান গ্রামের জয়নাল প্যাদার ছেলে। গতকাল সকালে ঢাকার মোহাম্মদপুরের সিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এলাকা ও পুলিশ সূত্রে জানা গেছে, দ্বিতীয় ধাপের কালকিনির সিডিখান ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের প্রার্থী চানমিয়া শিকদারের সমর্থকদের সঙ্গে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মিলন মিয়ার সমর্থকদের মধ্যে গত ১০ নভেম্বর সকালে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয় এবং দুই শতাধিক বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় কয়েকটি বোমা স্বতন্ত্র প্রার্থী মিলন মিয়ার সমর্থক আলমগীর প্যাদার শরীরে পড়লে তিনি গুরুতর আহত হন। পরে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে শিবচরে এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ পাঁচজনকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। দুর্বৃত্তরা রবিবার রাতে শিবচর ইউনিয়নের কাজীরমোড় এলাকায় এ ঘটনা ঘটায়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শিবচর ইউনিয়নের কাজীরমোড় এলাকায় কর্মী সমর্থক ও ছেলে সুমন ফকিরকে নিয়ে ব্যক্তিগত কাজ করছিল শিবচর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান বাবুল ফকির। এ সময় তাদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় একদল দুর্বৃত্ত। এতে ইউপি চেয়ারম্যান বাবুল ফকিরসহ আহত হন অন্তত পাঁচজন। পরে তাদের উদ্ধার করে ভর্তি করা হয় শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। চেয়ারম্যানের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। রাতেই উন্নত চিকিৎসার জন্য ইউপি চেয়ারম্যান ও তার ছেলে সুমনসহ তিনজনকে রাজধানীর ঢাকায় পাঠানো হয়েছে। এদিকে অপরাধীদের ধরতে কাজ শুরু করেছে পুলিশ। সিলেট : ছাতক উপজেলার খুরমা উত্তর ইউনিয়নের আমেরতল গ্রামে গতকাল সকালে ঘণ্টাব্যাপী সংঘর্ষে দুপক্ষের নারী-পুরুষসহ অন্তত ৫০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ১৫ রাউন্ড গুলি ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, ১১ নভেম্বর অনুষ্ঠিত উপজেলার খুরমা উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন বর্তমান চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিল্লাল আহমদ। এ নির্বাচনে তার চাচাতো ভাই আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী অ্যাডভোকেট মনির উদ্দিন মোটরসাইকেল প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে চেয়ারম্যান হিসেবে বিজয়ী হন নৌকার প্রার্থী বিল্লাল আহমদ। নির্বাচনের ফলাফল নিয়ে ফেসবুকে লেখালেখিকে কেন্দ্র করে গত রবিবার সন্ধ্যায় মনির উদ্দিনের ভাতিজা রুবেল আহমদ ও বিলাল আহমেদের ভাগ্নে আবদুল আলিম নামে দুজনের মধ্যে কথাকাটি হয়। এরই জের ধরে গতকাল সকাল ৮টার দিকে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হন। সংঘর্ষের পর ২২ জনকে আটক করেছে পুলিশ। কালিয়াকৈর (গাজীপুর) : কালিয়াকৈরে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থকের ওপর হামলা চালিয়ে মারধরের অভিযোগ পাওয়া গেছে। ওই হামলায় স্বতন্ত্র প্রার্থীসহ তিনজন কর্মী আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার গোসাত্রা এলাকায় গত রবিবার রাতে। এ বিষয়ে গতকাল সংবাদ সম্মেলন করে বলা হয়, রবিবার রাতে উপজেলার আটাবহ ইউনিয়নে মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল আলীম তার সহযোগী দুই জন কর্মী নিয়ে গোসাত্রা এলাকায় নির্বাচনী প্রচারণায় যান। রাত ৯টার দিকে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কে এম ইব্রাহিম খালেদ ও অজ্ঞাতনামা ১০-১২ জন লোক ওই স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলা চালায়। তারা স্বতন্ত্র প্রার্থী ও তার সহযোগী রাহিম ও আলামিনকে বেদম মারধর করে। এ ঘটনায় স্বতন্ত্র প্রার্থী রিটার্নিং কর্মকর্তা ও কালিয়াকৈর থানায় অভিযোগ দায়ের করেছেন। ওই ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। উল্লেখ্য, আগামী ২৮ নভেম্বর একযোগে কালিয়াকৈর পৌরসভা ও ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বগুড়া : ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নে নির্বাচনী প্রচারণার সময় আওয়ামী লীগের দলীয় প্রার্থী ও বিএনপির স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার রাত ১০টার দিকে কাশিয়াহাটা তিনমাথা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এতে আওয়ামী লীগের নৌকা মার্কার প্রার্থী হাসান আহমেদ জেমস মল্লিক ও বিএনপির স্বতন্ত্র আনারস মার্কার প্রার্থী শফিকুল ইসলামের সমর্থক শিক্ষক গোলাম মোস্তফা আহত হয়েছেন। এদিকে শিক্ষকের ওপর হামলা চালিয়ে মারধরের প্রতিবাদ জানিয়ে গতকাল বেলা ১১টার দিকে মথুরাপুর মুলতানী পারভীন শাহজাহান তালুকদার (এমপিএসটি) উচ্চবিদ্যালয়ের সামনের রাস্তায় শতাধিক শিক্ষার্থী নৌকা মার্কার প্রার্থীর বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। অপরদিকে পাল্টা হামলার অভিযোগ এনে দুপুরে নৌকা মার্কার প্রার্থী হাসান আহমেদ জেমস মল্লিক বাদী হয়ে বিএনপির স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম, এমপিএসটি উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম মোস্তফা, তার ভাই মথুরাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি গোলাম মর্তুজাসহ চারজনের বিরুদ্ধে ধুনট থানায় একটি লিখিত অভিযোগ এবং হুমকি ধামকির জন্য পৃথক আরেকটি জিডি করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে চেয়ারম্যান পদে ওই ইউনিয়নে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। রবিবার (১৪ নভেম্বর) রাত ১০টার দিকে আওয়ামী লীগের নৌকার মার্কার প্রার্থী হাসান আহমেদ জেমস মল্লিক ও বিএনপির স্বতন্ত্র আনারস মার্কার প্রার্থী শফিকুল ইসলাম তাদের সমর্থকদের নিয়ে নির্বাচনী প্রচারণায় বের হন। পথিমধ্যে দুই চেয়ারম্যান প্রার্থী ও সমর্থকরা মথুরাপুর কাশিয়াহাটা তিনমাথা রাস্তার মোড়ে পৌঁছলে আনারস মার্কার প্রার্থী শফিকুল ইসলামের সমর্থকদের মোটারসাইকেলের ধাক্কায় নৌকা মার্কার প্রার্থী হাসান আহমেদ জেমস মল্লিক তার মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। এ সংবাদ পেয়ে নৌকা মার্কার সমর্থকরা ধাওয়া করে কাশিয়াহাটা বাজারে গিয়ে শিক্ষক গোলাম মোস্তফাকে মারধরে আহত করে। এদিকে শিক্ষককে মারধরের প্রতিবাদে মথুরাপুর মুলতানী পারভীন শাহজাহান তালুকদার উচ্চবিদ্যালয়ের সামনের রাস্তায় শতাধিক ছাত্রছাত্রী মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয়। দশম শ্রেণির মেহেদী হাসান ও নবম শ্রেণির ছাত্রী সাদিয়ে আকতার জানায়, তাদের শিক্ষককে মারধরের বিচারের দাবিতে তারা মানববন্ধন কর্মসূচি পালন করছে। এ ব্যাপারে শিক্ষক গোলাম মোস্তফার ছোট ভাই মথুরাপুর মুলতানী পারভীন শাহজাহান তালুকদার উচ্চবিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি গোলাম মর্তুজার বলেন, নৌকা মার্কার প্রার্থী নিজে থেকেই মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে আমার শিক্ষক ভাইয়ের ওপর হামলা চালিয়ে মারধর করেছে। তাই শিক্ষকের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে শিক্ষক ও ছাত্রছাত্রীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। কালিয়াকৈর (গাজীপুর) : কালিয়াকৈর পৌরসভার স্বতন্ত্র মেয়র প্রার্থীর মোবাইল ফোন প্রতীকের প্রচারণায় বাধা এবং মাইক, ব্যাটারি ভাঙচুরের ঘটনায় শামীম ও ইব্রাহিম নামের দুই যুবককে আটক করেছে পুলিশ। গতকাল সন্ধ্যায় পৌরসভার কালামপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

 

ব্রাহ্মণবাড়িয়া : সরাইলে ইউনিয়ন পরিষদের নির্বাচনে আচরণবিধি ভঙ্গের দায়ে ১২ জন প্রার্থীকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত রবিবার বিকাল ৪টা থেকে রাত পর্যন্ত উপজেলা সদরের বিভিন্ন ওয়ার্ডে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিন সারোয়ার।

সর্বশেষ খবর