রবিবার, ১৬ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

ধর্ষণের শাস্তি নিশ্চিত করতে হবে

নিজস্ব প্রতিবেদক

ধর্ষণের শাস্তি নিশ্চিত করতে হবে

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং ধর্ষণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি করতে হবে এবং এসবের সঙ্গে জড়িত অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে হবে। তিনি বলেন, নারীর প্রতি সহিংসতা এবং ধর্ষণ প্রতিরোধে পুরুষদের সংবেদনশীল ও সচেতন হতে হবে। পরিবারের ছেলে-সন্তানদের বাল্যকাল থেকেই ইতিবাচক দৃষ্টিভঙ্গির শিক্ষা দিতে হবে। সংসদ ভবনের শপথ কক্ষে গতকাল জাতীয় মানবাধিকার কমিশন আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ‘নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং ধর্ষণ প্রতিরোধে করণীয় বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে মতবিনিময়’ শীর্ষক এ সভায় সভাপতিত্ব করেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম। সভায় এমপিদের মধ্যে বক্তব্য রাখেন আ স ম ফিরোজ, রাশেদ খান মেনন, শামসুল হক টুকু, মেহের আফরোজ চুমকি, রওশন আরা মান্নান, ফখরুল ইমাম, মো. হাবিবে মিল্লাত, হাবিবুন নাহার, লুৎফুন নেসা খান, আরমা দত্ত, শামীমা আক্তার খানম, সৈয়দা রুবিনা আক্তার, অ্যাডভোকেট খোদেজা নাসরিন আক্তার হোসেন, মোহাম্মদ শহীদুজ্জামান এবং অ্যাডভোকেট গ্লোরিয়া ঝর্ণা সরকার। স্বাগত বক্তব্য দেন কমিশনের সার্বক্ষণিক সদস্য ড. কামাল উদ্দিন আহমেদ।

স্পিকার আরও বলেন, নারীর সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে কর্মস্থলসহ পাবলিক প্লেসকেও সিসিটিভির আওতায় আনতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর