শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

পাল্টা আঘাতের প্রস্তুতি নিন

নিজস্ব প্রতিবেদক

পাল্টা আঘাতের প্রস্তুতি নিন

বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বলেছেন, আঘাতের জবাবে পাল্টা আঘাত দেওয়ার প্রস্তুতি নিতে হবে। আন্দোলনে জীবন গেলে যাক, তবু বাংলাদেশ ঘুরে দাঁড়াবে। গতকাল জাতীয় প্রেস ক্লাবে নিউমার্কেটে ব্যবসায়ী ও ছাত্রদের সংঘর্ষের ঘটনায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা ও গ্রেফতারের প্রতিবাদে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। গয়েশ্বর রায় বলেন, শুধু সরকার পতন আন্দোলন বা সরকার গঠন নয়, কিছু সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণের ওপর গুরুত্ব আরোপ করতে হবে। তিনি বলেন, ঈদের পর নয়, আন্দোলন চলমান, আন্দোলন হবে। রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশে জনগণের বিজয় হবে, কোনো দলের নয়। অবাধ, সুষ্ঠু নির্বাচনের জন্য সরকার পতনে কিছু সংস্কারের মধ্য দিয়ে হলেও বাংলাদেশকে নতুন করে গড়তে হবে। কেননা আওয়ামী লীগ সব করে নিজেদের জন্য, জনগণের জন্য নয়। নিউমার্কেটে ব্যবসায়ী ও ছাত্রদের সংঘর্ষ বিষয়ে গয়েশ্বর বলেন, হেলমেট বাহিনীর প্রতিষ্ঠাতা এ সরকার। এটা বিশ্বাস করতে কারও সন্দেহ নেই, অসুবিধা নেই। আর ছাত্রলীগের হেলমেট বাহিনীকে আড়াল করতে পুলিশ বাহিনীকে জনগণের মুখোমুখি করেছে এ সরকার। তিনি বলেন, জনগণ হাতে হাতুড়ি তুলে নিলে ছাত্রলীগের সন্ত্রাসী হেলমেট বাহিনীকে দমন করা সম্ভব হবে। এ সময় কেন্দ্রীয় বিএনপি নেতা মীর সরাফত আলী সপু, হারুনুর রশিদ, আসাদুল করিম শাহীন, আবদুল কাদির ভূইয়া জুয়েল প্রমুখ বক্তব্য দেন।

সর্বশেষ খবর