বুধবার, ১৮ মে, ২০২২ ০০:০০ টা

আরও একটি স্বপ্নময় দিন

ক্রীড়া প্রতিবেদক

আরও একটি স্বপ্নময় দিন

তামিমের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ -এএফপি

বাংলাদেশের সেরা চার ব্যাটসম্যান তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও লিটন দাস ‘নটআউট’। কিন্তু দলের রান ৩১৮। চট্টগ্রাম টেস্টে এক স্বপ্নময় দিন পার করল বাংলাদেশ। যদিও শ্রীলঙ্কার প্রথম ইনিংসের চেয়ে এখনো ৭৯ রান পিছিয়ে, কিন্তু হাতে রয়েছে ৭ উইকেট। মুশফিক ও লিটন দাস যে অসাধারণ ব্যাটিং করছেন, লিড নেওয়াটা যেন সময়ের ব্যাপার মাত্র! তার পরও অনিশ্চয়তার টেস্ট নিয়ে কোনো ভবিষ্যদ্বাণী চলে না। একটি সেশনই পাল্টে যেতে পারে ম্যাচের চিত্র। তবে যেভাবে বাংলাদেশের ব্যাটসম্যানরা ব্যাটিং শৈলী প্রদর্শন করছেন তাতে ভালো কিছুর আশা করতেই পারেন সমর্থকরা।

গতকাল দুর্দান্ত একটি সেঞ্চুরি করেছেন ড্যাসিং ওপেনার তামিম ইকবাল। কিন্তু ১৩৩ রান করার পর পানি শূন্যতার    কারণে ডান হাতের পেশীতে টান পড়ে। চা বিরতির পর আর খেলতেই নামতে পারেননি তিনি। তামিমের টেস্ট ক্যারিয়ারে এটি ১০ম সেঞ্চুরি। আরেক ওপেনার মাহমুদুল হাসান জয় দুর্দান্ত ব্যাটিং করেছেন। তার ব্যাট থেকেও এসেছে ৫৮ রানের ইনিংস। প্রথম ইনিংসে শ্রীলঙ্কার করা ৩৯৭ রানের বিরুদ্ধে ব্যাট করতে নেমে দুই ওপেনারের ১৬২ জুটিতে দারুণ ভিত্তি পায় স্বাগতিকরা। যদিও এরপর দ্রুত উইকেট পড়ে যায়। জয়ের আউট হওয়ার পর নাজমুল হোসেন শান্ত ১ রানেই সাজঘরে ফিরে গেছেন। ক্যাপ্টেন মুমিনুল তার ব্যর্থতার ধারাবাহিক বজায় রেখে চলেছেন। পছন্দের ভেন্যুতে তার ব্যাটে রান নেই। সব শেষ পাঁচ ইনিংস টাইগার ক্যাপ্টেনের রান ০, ২, ৬, ৫, ২। তবে তৃতীয় উইকেটের পতন এবং তামিমের রিটায়ার্ড হার্ট হয়ে ফেরার পর মুশফিকুর রহিম ও লিটন দাস মিলে অপরাজিত ৯৮ রানের জুটি গড়েছেন। দুই তারকা ব্যাটসম্যানই হাফ সেঞ্চুরি করেছেন। লিটন অপরাজিত রয়েছেন ৫৪ রানে, ৫৩ রানে ব্যাট করছেন মুশফিকুর রহিম। সাকিব আল হাসান এখনো বাইশগজে যাওয়ারই সুযোগ পাননি। বিশ্রাম নিয়ে ফের বাইশগজে নামার জন্য প্রস্তুত হয়ে আছেন তামিম। সব মিলে এই টেস্টে দারুণ অবস্থায় রয়েছে বাংলাদেশ। আজ চতুর্থ দিন। হয়তো লক্ষ্য থাকবে আড়াই সেশন ব্যাটিং করার পর লিড নিয়ে শেষ বিকালে পরিশ্রান্ত লঙ্কানদের ব্যাটিং করতে দেওয়া। কিংবা ভিন্ন কোনো টার্গেটও থাকতে পারে টিম ম্যানেজমেন্টের। এই ম্যাচে ফল হবে কিনা তা এখনো বলা কঠিন। তবে ম্যাচ যে এখন টাইগারদের নিয়ন্ত্রণে এটা বলার অপেক্ষা রাখে না।

 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর