শুক্রবার, ২০ মে, ২০২২ ০০:০০ টা

স্বরাষ্ট্রমন্ত্রীর নামে চাঁদাবাজি ছাত্রলীগ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে রাজধানীর সবুজবাগে ছাত্রলীগের এক নেতাকে আটক করেছে র‌্যাব। তার নাম দেলোয়ার হোসেন সাঈদী। এরপর র‌্যাবের গাড়ি অবরোধ করে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদকও আটক হয়েছেন। তার নাম জোবায়ের আহাম্মেদ। গতকাল ভোরে সবুজবাগ থেকে সাঈদীকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে অস্ত্র, গুলি ও মাদক জব্দ করা হয়েছে। র‌্যাব-৩ এর সহকারী পরিচালক বীণা রানি দাসের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে- সবুজবাগ এলাকায় স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ভাঙিয়ে কিছু লোক চাঁদাবাজি করে আসছে। এর প্রাথমিক সত্যতা পেয়ে ভোরে মাদারটেক সবুজবাগ এলাকায় অভিযান চালিয়ে দেলোয়ার হোসেন সাঈদীকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি ও ৫৭৮ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ভাঙিয়ে চাঁদাবাজির বিষয়টি স্বীকার করেছেন। অভিযান শেষে তাকে নিয়ে র‌্যাবের আভিযানিক দল রাস্তায় বের হলে জোবায়ের আহাম্মেদের নেতৃত্বে ১৫০-২০০ জন সাঈদীকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তারা র‌্যাবের ওপর সশস্ত্র আক্রমণও করে। এসময় র‌্যাবের দুইজন আহত হন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। পরে জোবায়েরকে উত্তর মাদারটেক থেকে গ্রেফতার করা হয়।

সর্বশেষ খবর