বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২ ০০:০০ টা

ইতিহাস গড়া জয়ে সিরিজ বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক

ইতিহাস গড়া জয়ে সিরিজ বাংলাদেশের

ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিয়ে গায়ানায় সিরিজ জিতল বাংলাদেশ। ক্যারিবীয়দের ৯ উইকেটে হারিয়ে নতুন ইতিহাস সৃষ্টি করল তামিম ইকবালের দল। ১৭৬ বল হাতে রেখেই ম্যাচ শেষ। বিদেশের মাটিতে বাংলাদেশের সবচেয়ে বড় জয় এটি। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে গতকাল প্রথমে ব্যাট করতে নেমে টাইগার স্পিনারদের তোপের মুখে পড়ে স্বাগতিকরা। মাত্র ১০৮ রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। ১০৯ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র এক উইকেট হারিয়ে জিতে যায় বাংলাদেশ। ৯ উইকেটে জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করে সফরকারীরা। ৫০ রানের হার না মানা ইনিংস খেলেছেন টাইগার ক্যাপ্টেন তামিম ইকবাল। তবে ক্যারিশম্যাটিক বোলিংয়ের জন্য ম্যাচসেরা হয়েছেন নাসুম আহমেদ। সিরিজ জয়ের পাশাপাশি আরেকটি সুখবর পেল বাংলাদেশ। আইসিসি ওয়ানডে বিশ্বকাপের সুপার লিগের পয়েন্ট তালিকায় ইংল্যান্ডকে টপকে আবারও শীর্ষে উঠে গেল বাংলাদেশ। বাংলাদেশের জয়ের রাস্তাটা তৈরি করেছিলেন বাংলাদেশের স্পিনাররা। নাসুম আহমেদ ও মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে রীতিমতো দিশাহারা হয়ে যায় উইন্ডিজ ব্যাটসম্যানরা। ৫০ ওভারের ম্যাচে ৩৫ ওভারেই ইনিংস গুটিয়ে যায় ক্যারিবীয়দের। ১০ ওভার বোলিং করে মাত্র ১৯ রান দিয়ে তিন উইকেট নেন নাসুম। ২৯ রানে ৪ উইকেট নিয়েছেন মিরাজ। দুই স্পিনারের সামনে দাঁড়াতেই পারেনি উইন্ডিজের তারকা ব্যাটসম্যানরা। তবে গতকাল ওয়েস্ট ইন্ডিজের উইকেট পতন রাস্তাটা দেখিয়ে দেন পার্টটাইমার স্পিনার মোসাদ্দেক হোসেন। ক্যারিবীয় ওপেনার কাইল মেয়ার্সকে সাজঘরে পাঠিয়ে দেন ১৭ রানে। এরপর নাসুম ও মিরাজের একের পর এক আঘাতে ক্ষত-বিক্ষত হয়ে যায় ক্যারিবীয়দের ব্যাটিং লাইনআপ। শেষ পর্যন্ত আর ম্যাচে ফিরতে পারেনি স্বাগতিকরা। ব্যাটিংয়ে নেমে তামিম-লিটনরা যেন কেবল মাত্র জয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন। ইতিহাস গড়া এই জয়ের পর ক্যাপ্টেন তামিম ইকবাল বলেন, ‘সিরিজ জিতে খুবই ভালো লাগছে। টেস্ট ও টি-২০ হারার পর যে অবস্থা হয়েছিল তা থেকে আমরা ভালো অবস্থা ফিরে এসেছি। সামনে ২০২৩ বিশ্বকাপ আছে।’ ম্যাচসেরা নাসুম বলেন, ‘প্রথম ম্যাচে ভালো বল করেও উইকেট পাইনি। তবে এ ম্যাচে খুবই আত্মবিশ্বাসী ছিলাম। উইকেট থেকেও সুবিধা পেয়েছি।’ টেস্ট ও টি-২০ সিরিজে সবগুলো ম্যাচে হারার পর ওয়ানডেতে নিজেদের সামর্থ্য দেখিয়ে দিল বাংলাদেশ। শেষ ম্যাচটি এখন হয়ে গেল নিছক আনুষ্ঠানিকতার।

প্রধানমন্ত্রীর অভিনন্দন : ওয়েস্ট ইন্ডিজকে ৯ উইকেটে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল রাতে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়। গায়ানায় দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৯ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই এ সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর