ভিয়েতনামে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করে আসা প্রণয় কুমার ভার্মাকে হাইকমিশনার হিসেবে ঢাকায় পাঠাচ্ছে ভারত সরকার। গতকাল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ঢাকা মিশনের দায়িত্বে হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর স্থলাভিষিক্ত হবেন প্রণয় ভার্মা। প্রণয় ভার্মা শিগগিরই ঢাকা মিশনের দায়িত্ব বুঝে নেবেন বলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
২০২০ সালের অক্টোবর থেকে ঢাকায় দায়িত্ব পালন করে আসা দোরাইস্বামী হাইকমিশনার হয়ে লন্ডনে যাচ্ছেন বলে খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম।