মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

ক্রান্তিকাল অতিক্রম করছে দেশ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

ক্রান্তিকাল অতিক্রম করছে দেশ

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে বরিশালের চরমোনাইয়ে তিন দিনব্যাপী মাহফিল সমাপ্ত হয়েছে। গতকাল সকাল সাড়ে ৮টায় চরমোনাই মাদরাসা মাঠে পীর চরমোনাই মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম আখেরি মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে লাখো মুসল্লির আমিন আমিন ধ্বনিতে চরমোনাই এলাকায় এক অভূতপূর্ব পরিবেশের সৃষ্টি হয়। বিভিন্ন স্তরের মুসল্লি ছাড়াও প্রশাসনিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ওলামায়ে কেরাম এবং গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে আখেরি মোনাজাতে চরমোনাই পীর ভারত, কাশ্মীর, মিয়ানমার, ফিলিস্তিন ও সিরিয়াসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলের নির্যাতিত মুসলমানদের নিরাপত্তা ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি কামনা করেন। এর আগে সমাপনী অধিবেশনের বয়ানে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও পীর চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, বাংলাদেশ আজ চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। দেশে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে সর্বস্তরে ইসলামকে বিজয়ী করতে হবে। এ লক্ষ্যে চরমোনাই মুজাহিদদের আত্মশুদ্ধির মাধ্যমে একটি আদর্শ সমাজ গঠনের প্রস্তুতি নিতে হবে। ব্যক্তি শুদ্ধির মাধ্যমে পর্যায়ক্রমে সমাজ ও রাষ্ট্র শুদ্ধির কাজে আত্মনিয়োগ করতে হবে। এর আগে গত শুক্রবার বাদ জুমা পীর চরমোনাই উদ্বোধনী বয়ানের মাধ্যমে এবারের মাহফিলের সূচনা করেন। অনেক বছর পর এবার মাহফিল চলাকালে আগত কোনো মুসল্লির মৃত্যু হয়নি।

সর্বশেষ খবর