বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

জনতাকে দমিয়ে রাখা যায় না

নিজস্ব প্রতিবেদক

জনতাকে দমিয়ে রাখা যায় না

বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, জনগণ যখন তার অধিকার আদায়ে সক্রিয় হয়, তখন তারা প্রস্তুত থাকে, বুক পেতে দেয় গুলির জন্য। সেই জনগণকে কখনো থামিয়ে রাখা যায় না। বিষয়টি সরকারকে স্মরণ রাখতে হবে। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ’ আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এ মন্তব্য করেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সব রাজবন্দির মুক্তির দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের আহ্বায়ক প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেনের সভাপতিত্বে সদস্য সচিব কাদের গনি চৌধুরীসহ অন্য নেতারা বক্তব্য রাখেন।

গয়েশ্বর রায় বলেন, সরকারের পতনের পর তাদের যে নিষ্ঠুরতা ইতিহাস তা জেনে আর কোনো দিন কেউ চেঙ্গিস খান, হিটলার ও স্বৈরাচারদের গল্প শুনবে না। ‘আমরা হিটলারের গল্প শুনেছি, চেঙ্গিস খানের গল্প শুনেছি, পৃথিবীতে বহু স্বৈরাচারের গল্প শুনেছি। আমি জানি এই সরকারের পতনের পর তাদের নিষ্ঠুরতার ইতিহাসও ভবিষ্যৎ প্রজন্ম জানবে। সুতরাং সব কিছুর সীমা আছে। সীমালঙ্ঘন করলে ঈশ্বর নাকি ক্ষমা করেন না।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর