আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি দৌড়াতে দৌড়াতে এখন দাঁড়িয়ে গেছে। বিএনপির আন্দোলন এখন দিশা হারিয়েছে। আন্দোলনে বিএনপি আর সফল হবে না। গতকাল বিকালে ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওবায়দুল কাদের বলেন, অগণিত মানুষের এ জনসভা আজ আবারও প্রমাণ করল ময়মনসিংহ শেখ হাসিনার দুর্জয় দুর্ভেদ্য ঘাঁটি। তিনি বলেন, ধানের শীষ পেটের বিষ। মানুষ এখন বলে সাপের বিষ। এই হলো ধানের শীষ। তিনি আরও বলেন, মানুষের খুশিতে বিএনপি বেজার, বিএনপি খুশি নয়। মানুষ খুশি হলে বিএনপির ভোট কমে যায়। পথ হারিয়ে তারা এখন দিশাহারা। কোথায় যাবে, ফান্দে পড়িয়া বগা কান্দে। ওবায়দুল কাদের বলেন, বিএনপি ফান্দে পড়ে গেছে। একদিকে লন্ডনের ফরমান, অন্যদিকে টাকাওয়ালাদের। ফখরুল দিশাহারা, চোখে অন্ধকার দেখছেন। বিএনপিতে আর ফিরে যেতে চায় না মানুষ। উপস্থিত জনতার উদ্দেশে তিনি বলেন, খেলা হবে। মহিষের সিং, বড় শক্তি ময়মনসিংহ। আন্দোলনে হবে, নির্বাচনে হবে। দুর্নীতির বিরুদ্ধে, অর্থ পাচারের বিরুদ্ধে, ভোট চুরির বিরুদ্ধে, দুঃশাসনের বিরুদ্ধে খেলা হবে। জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে খেলা হবে। আপনারা কি প্রস্তুত? এ সময় উপস্থিত জনতা হাত উঠিয়ে প্রস্তুত থাকার কথা জানায়।