আগামীকাল নয়াদিল্লিতে বসছে ভারত-যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের বৈঠক। এতে ফের ‘আঞ্চলিক’ বিষয়ে আলোচনা হবে। ‘টু-প্লাস-টু’ বৈঠক নামে পরিচিত দ্বিপক্ষীয় এই বৈঠকে অংশ নেবেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শংকর, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড জে অস্টিন ও পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে ব্লিঙ্কেন। এটি ভারত-যুক্তরাষ্ট্র টু-প্লাস-টু পঞ্চম বৈঠক। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দ্বিপক্ষীয় বিষয় ছাড়াও সাম্প্রতিক সময়ের আঞ্চলিক বিষয়ে আলোচনা হবে। এই আঞ্চলিক বিষয়ের মধ্যে বাংলাদেশের বা অন্য কোনো রাষ্ট্রের নাম করা হয়নি। তবে বিবৃতিতে বলা হয়েছে, গত বছর জুন ও সেপ্টেম্বর মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে যে আলোচনা হয়েছে তার অগ্রগতি নিয়ে আলোচনা হবে। উল্লেখ্য, সেপ্টেম্বর মাসে দিল্লিতে অনুষ্ঠিত জি-২০ শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসেছিলেন। তখন প্রধানমন্ত্রী মোদির সঙ্গে তাঁর দ্বিপক্ষীয় বৈঠক হয়। আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গেও তাঁর সৌজন্য সাক্ষাৎ হয়েছিল। ২২ নভেম্বর প্রধানমন্ত্রী ফের জি-২০ রাষ্ট্রের শীর্ষ সম্মেলন ডেকেছেন। তবে এই বৈঠক হবে ভার্চুয়ালি। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ দিতে পারেন। ভারতের দ্বিপক্ষীয় বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বহু দেশীয় মঞ্চ ও কোয়াড নিয়ে আলোচনা হবে। টু-প্লাস-টু বৈঠকের পাশাপাশি ভারত ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীরা পৃথকভাবে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। আলোচ্যসূচির মধ্যে রয়েছে উন্নত আধুনিক মানের সরঞ্জাম, উন্নত প্রযুক্তি সরবরাহ এবং জনতার সঙ্গে জনতার সম্পর্ক বৃদ্ধি। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে আলোচনায় যে রোডম্যাপ তৈরি হয়, তার অগ্রগতি প্রাধান্য পাবে। সূত্র জানায়, রাশিয়া-ইউক্রেন এবং সাম্প্রতিক ইসরায়েল-হামাস সংঘর্ষের বিষয়টিতেও আলোচনা হবে।
শিরোনাম
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- বন্দর রক্ষায় হরতাল-অবরোধসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
- ‘শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ দক্ষতা-পেশাদারিত্ব দেখাতে হবে’
- ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধ ও কিশোরের
- এটি বড় ভূমিকম্পের আগাম বার্তা: গবেষক আনসারী
- নরসিংদীতে ভূমিকম্পে বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু, অর্ধশতাধিক আহত
- চাটমোহরে রেললাইনে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- ভূমিকম্পে হতাহতদের জন্য তারেক রহমানের শোক
ভারতে আসছেন মার্কিন পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রী
আঞ্চলিক ইস্যু গুরুত্ব পাবে আলোচনায়
গৌতম লাহিড়ী, নয়াদিল্লি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর