আগামীকাল নয়াদিল্লিতে বসছে ভারত-যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের বৈঠক। এতে ফের ‘আঞ্চলিক’ বিষয়ে আলোচনা হবে। ‘টু-প্লাস-টু’ বৈঠক নামে পরিচিত দ্বিপক্ষীয় এই বৈঠকে অংশ নেবেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শংকর, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড জে অস্টিন ও পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে ব্লিঙ্কেন। এটি ভারত-যুক্তরাষ্ট্র টু-প্লাস-টু পঞ্চম বৈঠক। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দ্বিপক্ষীয় বিষয় ছাড়াও সাম্প্রতিক সময়ের আঞ্চলিক বিষয়ে আলোচনা হবে। এই আঞ্চলিক বিষয়ের মধ্যে বাংলাদেশের বা অন্য কোনো রাষ্ট্রের নাম করা হয়নি। তবে বিবৃতিতে বলা হয়েছে, গত বছর জুন ও সেপ্টেম্বর মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে যে আলোচনা হয়েছে তার অগ্রগতি নিয়ে আলোচনা হবে। উল্লেখ্য, সেপ্টেম্বর মাসে দিল্লিতে অনুষ্ঠিত জি-২০ শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসেছিলেন। তখন প্রধানমন্ত্রী মোদির সঙ্গে তাঁর দ্বিপক্ষীয় বৈঠক হয়। আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গেও তাঁর সৌজন্য সাক্ষাৎ হয়েছিল। ২২ নভেম্বর প্রধানমন্ত্রী ফের জি-২০ রাষ্ট্রের শীর্ষ সম্মেলন ডেকেছেন। তবে এই বৈঠক হবে ভার্চুয়ালি। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ দিতে পারেন। ভারতের দ্বিপক্ষীয় বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বহু দেশীয় মঞ্চ ও কোয়াড নিয়ে আলোচনা হবে। টু-প্লাস-টু বৈঠকের পাশাপাশি ভারত ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীরা পৃথকভাবে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। আলোচ্যসূচির মধ্যে রয়েছে উন্নত আধুনিক মানের সরঞ্জাম, উন্নত প্রযুক্তি সরবরাহ এবং জনতার সঙ্গে জনতার সম্পর্ক বৃদ্ধি। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে আলোচনায় যে রোডম্যাপ তৈরি হয়, তার অগ্রগতি প্রাধান্য পাবে। সূত্র জানায়, রাশিয়া-ইউক্রেন এবং সাম্প্রতিক ইসরায়েল-হামাস সংঘর্ষের বিষয়টিতেও আলোচনা হবে।
শিরোনাম
- পাবনায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩
- চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
- আবুধাবিতে সাড়ে ৮৩ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি
- দৈনিক কোটি টাকার চাঁদাবাজি
- আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি বেড়েছে ২১০০ কোটি টাকা
- এবার নির্বাচনে সেনাবাহিনীই ভরসা
- পিআর : দেশ কতটা প্রস্তুত
- বাবার হাত ছেড়ে রাস্তা পার হতে গিয়ে গাড়িচাপায় সন্তানের মৃত্যু
- বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এসিড নিক্ষেপ, দুই নারী ও শিশু দগ্ধ
- এনএসডিএ'র নির্বাহী চেয়ারম্যান হলেন রেহানা পারভীন
- নারী পাচারে টোপ ‘ভালো চাকরি’
- মুগদায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, হাসপাতালে তরুণের মৃত্যু
- মাতুয়াইলে ১০ তলার ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাইয়ের বিপ্লবী ছাত্র-জনতা মব নয় : মাহফুজ আলম
- জাপানে ভূমিকম্পের মধ্যে সমুদ্রে ‘অদ্ভুত গর্জন’ শোনার দাবি
- ফ্যাসিস্টদের পুশইন করুন, বিচার করতে প্রস্তুত আমরা : নাহিদ
- শাকিবের আগামী ঈদের সিনেমা চূড়ান্ত
- এবার ‘ট্রাম্প সুগন্ধি’ বাজারে, বিতর্ক
- মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৮ ডাকাত গ্রেফতার
- পারমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত ইরানের
ভারতে আসছেন মার্কিন পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রী
আঞ্চলিক ইস্যু গুরুত্ব পাবে আলোচনায়
গৌতম লাহিড়ী, নয়াদিল্লি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর