আগামীকাল নয়াদিল্লিতে বসছে ভারত-যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের বৈঠক। এতে ফের ‘আঞ্চলিক’ বিষয়ে আলোচনা হবে। ‘টু-প্লাস-টু’ বৈঠক নামে পরিচিত দ্বিপক্ষীয় এই বৈঠকে অংশ নেবেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শংকর, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড জে অস্টিন ও পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে ব্লিঙ্কেন। এটি ভারত-যুক্তরাষ্ট্র টু-প্লাস-টু পঞ্চম বৈঠক। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দ্বিপক্ষীয় বিষয় ছাড়াও সাম্প্রতিক সময়ের আঞ্চলিক বিষয়ে আলোচনা হবে। এই আঞ্চলিক বিষয়ের মধ্যে বাংলাদেশের বা অন্য কোনো রাষ্ট্রের নাম করা হয়নি। তবে বিবৃতিতে বলা হয়েছে, গত বছর জুন ও সেপ্টেম্বর মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে যে আলোচনা হয়েছে তার অগ্রগতি নিয়ে আলোচনা হবে। উল্লেখ্য, সেপ্টেম্বর মাসে দিল্লিতে অনুষ্ঠিত জি-২০ শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসেছিলেন। তখন প্রধানমন্ত্রী মোদির সঙ্গে তাঁর দ্বিপক্ষীয় বৈঠক হয়। আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গেও তাঁর সৌজন্য সাক্ষাৎ হয়েছিল। ২২ নভেম্বর প্রধানমন্ত্রী ফের জি-২০ রাষ্ট্রের শীর্ষ সম্মেলন ডেকেছেন। তবে এই বৈঠক হবে ভার্চুয়ালি। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ দিতে পারেন। ভারতের দ্বিপক্ষীয় বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বহু দেশীয় মঞ্চ ও কোয়াড নিয়ে আলোচনা হবে। টু-প্লাস-টু বৈঠকের পাশাপাশি ভারত ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীরা পৃথকভাবে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। আলোচ্যসূচির মধ্যে রয়েছে উন্নত আধুনিক মানের সরঞ্জাম, উন্নত প্রযুক্তি সরবরাহ এবং জনতার সঙ্গে জনতার সম্পর্ক বৃদ্ধি। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে আলোচনায় যে রোডম্যাপ তৈরি হয়, তার অগ্রগতি প্রাধান্য পাবে। সূত্র জানায়, রাশিয়া-ইউক্রেন এবং সাম্প্রতিক ইসরায়েল-হামাস সংঘর্ষের বিষয়টিতেও আলোচনা হবে।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ
ভারতে আসছেন মার্কিন পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রী
আঞ্চলিক ইস্যু গুরুত্ব পাবে আলোচনায়
গৌতম লাহিড়ী, নয়াদিল্লি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর