আগামীকাল নয়াদিল্লিতে বসছে ভারত-যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের বৈঠক। এতে ফের ‘আঞ্চলিক’ বিষয়ে আলোচনা হবে। ‘টু-প্লাস-টু’ বৈঠক নামে পরিচিত দ্বিপক্ষীয় এই বৈঠকে অংশ নেবেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শংকর, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড জে অস্টিন ও পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে ব্লিঙ্কেন। এটি ভারত-যুক্তরাষ্ট্র টু-প্লাস-টু পঞ্চম বৈঠক। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দ্বিপক্ষীয় বিষয় ছাড়াও সাম্প্রতিক সময়ের আঞ্চলিক বিষয়ে আলোচনা হবে। এই আঞ্চলিক বিষয়ের মধ্যে বাংলাদেশের বা অন্য কোনো রাষ্ট্রের নাম করা হয়নি। তবে বিবৃতিতে বলা হয়েছে, গত বছর জুন ও সেপ্টেম্বর মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে যে আলোচনা হয়েছে তার অগ্রগতি নিয়ে আলোচনা হবে। উল্লেখ্য, সেপ্টেম্বর মাসে দিল্লিতে অনুষ্ঠিত জি-২০ শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসেছিলেন। তখন প্রধানমন্ত্রী মোদির সঙ্গে তাঁর দ্বিপক্ষীয় বৈঠক হয়। আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গেও তাঁর সৌজন্য সাক্ষাৎ হয়েছিল। ২২ নভেম্বর প্রধানমন্ত্রী ফের জি-২০ রাষ্ট্রের শীর্ষ সম্মেলন ডেকেছেন। তবে এই বৈঠক হবে ভার্চুয়ালি। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ দিতে পারেন। ভারতের দ্বিপক্ষীয় বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বহু দেশীয় মঞ্চ ও কোয়াড নিয়ে আলোচনা হবে। টু-প্লাস-টু বৈঠকের পাশাপাশি ভারত ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীরা পৃথকভাবে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। আলোচ্যসূচির মধ্যে রয়েছে উন্নত আধুনিক মানের সরঞ্জাম, উন্নত প্রযুক্তি সরবরাহ এবং জনতার সঙ্গে জনতার সম্পর্ক বৃদ্ধি। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে আলোচনায় যে রোডম্যাপ তৈরি হয়, তার অগ্রগতি প্রাধান্য পাবে। সূত্র জানায়, রাশিয়া-ইউক্রেন এবং সাম্প্রতিক ইসরায়েল-হামাস সংঘর্ষের বিষয়টিতেও আলোচনা হবে।
শিরোনাম
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা
- ইউক্রেনে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৯
- জকসু নির্বাচন উপলক্ষে ৯ ডিসেম্বর থেকে বন্ধ থাকবে উন্মুক্ত লাইব্রেরি
- লক্ষ্মীপুরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
- হত্যাচেষ্টা মামলায় তাপস-কামরুলসহ ৪০ জনের বিরুদ্ধে চার্জশিট
ভারতে আসছেন মার্কিন পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রী
আঞ্চলিক ইস্যু গুরুত্ব পাবে আলোচনায়
গৌতম লাহিড়ী, নয়াদিল্লি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর