ঝালকাঠি-১ (কাঁঠালিয়া-রাজাপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিএনপি থেকে বহিষ্কৃত ব্যারিস্টার এম শাহজাহান ওমর বীরউত্তম গতকাল সকালে কাঁঠালিয়া সরকারি উচ্চবিদ্যালয় মাঠে আওয়ামী লীগের সমাবেশে যোগ দেন। সমাবেশে কাঁঠালিয়া উপজেলা বিএনপি সভাপতি ও সাধারণ সম্পাদককে আওয়ামী লীগ নেতা-কর্মীদের সঙ্গে পরিচয় করিয়ে দেন শাহজাহান ওমর। এ সময় তাঁর সঙ্গে থাকা কাঁঠালিয়া উপজেলা বিএনপি সভাপতি আবদুল জলিল মিয়াজীর হাতে দোনালা বন্দুক ছিল; যা নিয়ে জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। এ বিষয়ে ব্যাখ্যা দিতে বিকালেই চিঠি দিয়েছে নির্বাচন অনুসন্ধান কমিটি। জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুল সালেহ বলেন, বৈধ অস্ত্র নিয়ে সমাবেশে যেতে পারবে না এমন কোনো নির্দেশনা আসেনি। তবে এ ঘটনায় ব্যারিস্টার শাহজাহান ওমরকে কারণ দর্শানোর চিঠি দিয়েছে নির্বাচন অনুসন্ধান কমিটি। কমিটির প্রধান ঝালকাঠির সিনিয়র সহকারী জজ পল্লবেশ কুমার কুণ্ড স্বাক্ষরিত চিঠিতে শাহজাহান ওমর অথবা তাঁর প্রতিনিধিকে সশরীরে এসে প্রকাশ্যে অস্ত্রবহন ও প্রতীক বরাদ্দের আগেই নির্বাচনি প্রচার চালানোর বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে বসা কাঁঠালিয়া উপজেলা বিএনপি সভাপতি আবদুল জলিল মিয়াজী বলেন, ‘আগ্নেয়াস্ত্রটি ব্যারিস্টার মোহাম্মদ শাহজাহান ওমর বীরউত্তমের লাইসেন্স করা। তিনি পুলিশের অনুমতি নিয়ে সমাবেশে এসেছেন। কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)ও উপস্থিত ছিলেন। আমার কাছে অস্ত্রটি রাখতে বলায় রেখেছি। আরেকটি লাইসেন্স করা পিস্তলও ছিল।’ এ বিষয়ে কাঁঠালিয়া থানার ওসি শহিদুল ইসলাম বলেন, ‘আমিসহ ওই সমাবেশে কোনো পুলিশ উপস্থিত ছিল না। আইনিভাবে তিনি অস্ত্র নিয়ে জনসমাবেশ করতে পারেন না।’ এ ব্যাপারে ব্যারিস্টার এম শাহজাহান ওমর বলেন, ‘কারণ দর্শানোর কোন চিঠি পাইনি। পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে।’
শিরোনাম
- ছিটকে গেলেন মহারাজ, প্রোটিয়াদের নেতৃত্বে মুল্ডার
- কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
- মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা
- নতুন গানে কন্ঠ দিলেন সাবিনা ইয়াসমিন
- ওয়াটারলু উৎসবে বাংলাদেশের ‘আনটাং’
- অবশেষে পটিয়া থানার ওসিকে প্রত্যাহার
- নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
- বয়সের বাধা পেরিয়ে ধর্মীয় জ্ঞান আহরণ
- সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেফতার
- ক্যান্সার থেকে সেরে ওঠা ‘রোলার কোস্টার যাত্রা’: প্রিন্সেস কেট
- শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ
- মার্কিন সিনেটে ‘বিগ বিউটিফুল বিল’ পাস
- ‘হলি আর্টিজান নিয়ে ডিএমপি কমিশনারের বক্তব্য খণ্ডিতভাবে উপস্থাপিত হয়েছে’
- জাতীয় ঐকমত্য গঠনে সর্বোচ্চ সহযোগিতা করছে বিএনপি : সালাহউদ্দিন
- আগামী ৫ দিনে দেশজুড়ে বৃষ্টির আভাস
- জাপানে দুই সপ্তাহে ৯১১ ভূমিকম্প
- জনতার ভয়ে ডোবায় কেশবপুর আওয়ামী লীগের সভাপতি
- বিশেষ অভিযানে আরও ১৩০৫ জন গ্রেফতার
- ইতিহাস গড়ে প্রথমবার এশিয়ান কাপে বাংলাদেশ
- সংখ্যানুপাতিক নির্বাচনের জন্য সংসদের সিদ্ধান্ত প্রয়োজন : আমীর খসরু
শাহজাহান ওমরের সমাবেশে বন্দুক হাতে বিএনপি সভাপতি!
ঝালকাঠি প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর