ঝালকাঠি-১ (কাঁঠালিয়া-রাজাপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিএনপি থেকে বহিষ্কৃত ব্যারিস্টার এম শাহজাহান ওমর বীরউত্তম গতকাল সকালে কাঁঠালিয়া সরকারি উচ্চবিদ্যালয় মাঠে আওয়ামী লীগের সমাবেশে যোগ দেন। সমাবেশে কাঁঠালিয়া উপজেলা বিএনপি সভাপতি ও সাধারণ সম্পাদককে আওয়ামী লীগ নেতা-কর্মীদের সঙ্গে পরিচয় করিয়ে দেন শাহজাহান ওমর। এ সময় তাঁর সঙ্গে থাকা কাঁঠালিয়া উপজেলা বিএনপি সভাপতি আবদুল জলিল মিয়াজীর হাতে দোনালা বন্দুক ছিল; যা নিয়ে জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। এ বিষয়ে ব্যাখ্যা দিতে বিকালেই চিঠি দিয়েছে নির্বাচন অনুসন্ধান কমিটি। জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুল সালেহ বলেন, বৈধ অস্ত্র নিয়ে সমাবেশে যেতে পারবে না এমন কোনো নির্দেশনা আসেনি। তবে এ ঘটনায় ব্যারিস্টার শাহজাহান ওমরকে কারণ দর্শানোর চিঠি দিয়েছে নির্বাচন অনুসন্ধান কমিটি। কমিটির প্রধান ঝালকাঠির সিনিয়র সহকারী জজ পল্লবেশ কুমার কুণ্ড স্বাক্ষরিত চিঠিতে শাহজাহান ওমর অথবা তাঁর প্রতিনিধিকে সশরীরে এসে প্রকাশ্যে অস্ত্রবহন ও প্রতীক বরাদ্দের আগেই নির্বাচনি প্রচার চালানোর বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে বসা কাঁঠালিয়া উপজেলা বিএনপি সভাপতি আবদুল জলিল মিয়াজী বলেন, ‘আগ্নেয়াস্ত্রটি ব্যারিস্টার মোহাম্মদ শাহজাহান ওমর বীরউত্তমের লাইসেন্স করা। তিনি পুলিশের অনুমতি নিয়ে সমাবেশে এসেছেন। কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)ও উপস্থিত ছিলেন। আমার কাছে অস্ত্রটি রাখতে বলায় রেখেছি। আরেকটি লাইসেন্স করা পিস্তলও ছিল।’ এ বিষয়ে কাঁঠালিয়া থানার ওসি শহিদুল ইসলাম বলেন, ‘আমিসহ ওই সমাবেশে কোনো পুলিশ উপস্থিত ছিল না। আইনিভাবে তিনি অস্ত্র নিয়ে জনসমাবেশ করতে পারেন না।’ এ ব্যাপারে ব্যারিস্টার এম শাহজাহান ওমর বলেন, ‘কারণ দর্শানোর কোন চিঠি পাইনি। পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে।’
শিরোনাম
- টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ
- নওগাঁয় ভুয়া ৪ পুলিশ সদস্যসহ গ্রেফতার ৬
- আখাউড়া স্থলবন্দর দিয়ে আগরতলায় গেল ১,১৯২ কেজি ইলিশ
- তেঁতুলিয়ায় পানিবন্দি ২০ পরিবারের জলাবদ্ধতা নিরসনে বিএনপির উদ্যোগ
- যুক্তরাষ্ট্র যাচ্ছেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী
- চট্টগ্রামের সড়ক যেন মৃত্যুকূপ, ছয় মাসে নিহত আড়াইশো
- জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবলে টাঙ্গাইলকে ৪-১ গোলে হারাল নেত্রকোনা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ৬৪৭
- রাঙামাটি লিগ্যাল এইডে সমাধান হবে ৮ মামলা
- নারায়ণগঞ্জে ২২৪ মন্ডপে দুর্গাপূজা
- ক্যান্সার আক্রান্ত হয়েছেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো
- রাজনীতিতে স্থিতিশীলতা চায় বিএনপি : আমীর খসরু
- নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বললেন মোদি
- ফেলানীর ছোট ভাইকে চাকরি দিলো বিজিবি
- সৌদি সফর শেষে যুক্তরাজ্য যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
- খাগড়াছড়ির পাহাড়ে পূজার আমেজ, প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা
- ব্রাহ্মণবাড়িয়ায় মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত
- শারদীয় দুর্গোৎসবে সারা’র আয়োজন
- বাংলাদেশ থেকেও দেখা যাবে ‘এইচবিও ম্যাক্স’
- শিক্ষার্থীদের ইন্টারনেট আসক্তি ও বই পড়ার আগ্রহ বিষয়ে ফকিরহাটে শুভসংঘের আলোচনা সভা
শাহজাহান ওমরের সমাবেশে বন্দুক হাতে বিএনপি সভাপতি!
ঝালকাঠি প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর