ব্রাহ্মণবাড়িয়ার মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার আনিছুর রহমান বলেছেন, দেশের অস্তিত্ব ও অর্থনীতির স্বার্থে গ্রহণযোগ্য নির্বাচনের কোনো বিকল্প নেই। ৭ জানুয়ারি একটি ভালো নির্বাচন করতে হবে। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করাই নির্বাচন কমিশনের লক্ষ্য। গতকাল দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রতিদ্বন্দ্বী প্রার্থী, নির্বাচন কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রী আমাদের স্পষ্ট বলে দিয়েছেন, কেউ অন্যায় করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ব্রাহ্মণবাড়িয়াতে খোদ প্রার্থীরাই নির্বাচনের আচরণবিধি মানছেন না বলে উল্লেখ করেন এবং তিনি জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মতবিনিময় সভায় কয়েকজন প্রার্থী, তাদের প্রধান নির্বাচনি এজেন্ট ছাড়াও জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেন, বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আশিক হাসান উল্লাহ উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টদের উদ্দেশে তিনি বলেন, ডানে বামে তাকানোর সময় আপনাদের নেই। কে কোন দলের সেটা আপনারা ভাববেন না। প্রিসাইডিং অফিসারকে সব ক্ষমতা দেওয়া হয়েছে। তিনি ইচ্ছা করলে ভোট গ্রহণ বন্ধ করে দিতে পারবেন। আর ওই কেন্দ্রে আবার ভোট হলে তখন আরও বেশি নিরাপত্তাব্যবস্থা নেওয়া যাবে। রাষ্ট্রীয় কোনো কর্মকর্তা ও কর্মচারী দায়িত্ব পালনে অবহেলা করলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
শিরোনাম
- জুলাই শহীদদের পরিচয় শনাক্তে আন্তর্জাতিক ফরেনসিক টিম আসছে ৫ ডিসেম্বর
- শেখ হাসিনার রায় সরাসরি সম্প্রচার করবে বিটিভি
- রাজধানীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেফতার
- পাঁচ ব্যাংক একীভূতকরণের বিকল্প ছিল না : গভর্নর
- অনিয়মের প্রমাণ পায়নি বিসিবি
- সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে চায় কমিশন : সিইসি
- নিউ ইস্কাটন রোডে ফ্লাইওভার থেকে ছোড়া ককটেলে পথচারী আহত
- মাদ্রাসা শিক্ষা বোর্ড : খাতা চ্যালেঞ্জে ফেল থেকে পাস ৪৫ শিক্ষার্থী
- এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে সবুজায়ন করার উদ্যোগ
- মেক্সিকোতে জেন-জির বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত ১২০
- আইপিএলে কে কোন দলে, দেখুন পূর্ণাঙ্গ স্কোয়াড
- ঢাকা বোর্ডে পুনর্নিরীক্ষায় নতুন জিপিএ–৫ পেল ২০১ শিক্ষার্থী
- চোখ বন্ধ, হাসি নেই: এক ক্লিকেই ঠিক করবে গুগল ফটোস
- মিস ইউনিভার্স মঞ্চের কঠিন বাস্তবতার কথা জানালেন বাংলাদেশের মিথিলা
- আন্তর্জাতিক সহনশীলতা দিবস আজ
- 'দাউদের মাদক পার্টিতে নোরা', পুলিশের নজরে অভিনেত্রী
- অ্যাশেজের প্রথম টেস্টে উডকে নিয়ে শঙ্কা নেই
- সিলেটে অ্যাম্বুলেন্স ও বাসে আগুন
- চীনা বিনিয়োগে বৈশ্বিক রপ্তানিকেন্দ্র হওয়ার বিশাল সম্ভাবনা বাংলাদেশের
- ফুয়াদের সুরে কনার গান