বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কোটা সংস্কার আন্দোলনে বিএনপি নেতা-কর্মীদের কোনো ধরনের সংশ্লিষ্টতা না থাকলেও কাল্পনিক অভিযোগ এনে বিএনপি নেতাদের চরম হেনস্তা করা হচ্ছে। গ্রেপ্তার-রিমান্ড-নির্যাতনসহ তাদের বাড়িঘরে তল্লাশি চালিয়ে ব্যাপক হয়রানি করা হচ্ছে। তিনি অবিলম্বে বিএনপিসহ বিরোধী দলের গ্রেপ্তারকৃত নেতাদের নিঃশর্ত মুক্তি দাবি করেন এবং দলের সিনিয়র নেতৃবৃন্দসহ নেতা-কর্মীদের বাসায় পুলিশি তল্লাশি বন্ধের জোর আহ্বান জানান। গতকাল দলের সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান। বিএনপি মহাসচিব বলেন, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লা আমান, জহিরউদ্দিন স্বপন, বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি আবদুস সালাম, দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব আবুল হাসেম বকর ও পেশাজীবী নেতা ইঞ্জিনিয়ার সাখাওয়াত হোসেনসহ অনেক নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদির লুনা, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, যুগ্মমহাসচিব হাবিব-উন নবী খান সোহেল ও অ্যাডভোকেট আবদুস সালাম আজাদসহ অন্যান্য নেতা-কর্মীর বাসায় পুলিশি তল্লাশি ও হয়রানি করা হয়েছে। দলীয় নেতাদের গ্রেপ্তার-নির্যাতন ও তাদের বাসায় তল্লাশির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি। ফখরুল বলেন, সার্বিক অর্থে দেশে এখন এক চরম ভীতিকর অবস্থা বিরাজ করছে। সরকার মনে করছে, এভাবে জনগণ এবং বিএনপিসহ বিরোধী মতের মানুষের ওপর কঠোরতা বজায় রাখলে তাদের অবৈধ ক্ষমতার বিরুদ্ধে কেউ ‘টু’ শব্দটিও উচ্চারণ করার সাহস পাবে না। কিন্তু সরকারকে মনে রাখতে হবে যে, অন্যায়-অবিচার চালিয়ে জনগণের শক্তির কাছে কোনো স্বৈরশাসকই টিকে থাকতে পারেনি। বর্তমান সরকারও টিকে থাকতে পারবে না। তবে সংঘাত, নির্যাতন-নিপীড়ন ও গ্রেপ্তারের পথ পরিহার করে জনগণের দাবি মেনে নেওয়াই উৎকৃষ্ট পন্থা। তিনি বলেন, কোটা সংস্কারের যৌক্তিক দাবিতে কোমলমতি শিক্ষার্থীদের ওপর দলীয় সন্ত্রাসী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লেলিয়ে দিয়ে ছাত্রছাত্রীদের নৃশংসভাবে হত্যা ও আহত করার পাশাপাশি আওয়ামী সরকার দেশ পরিচালনায় সব ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। এটাকে আড়াল করতে ফ্যাসিবাদী পথ অবলম্বন করে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে জনগণকে চরম বিপর্যয় ও দুর্ভোগের মধ্যে নিক্ষেপ করেছে সরকার। কোটা সংস্কার আন্দোলনে বিএনপি নেতা-কর্মীদের কোনো ধরনের সংশ্লিষ্টতা না থাকলেও কাল্পনিক অভিযোগ এনে বিএনপি নেতাদের হেনস্তা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ অনেক নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। কেন্দ্রীয়সহ অনেক নেতা-কর্মীর বাসায় পুলিশি তল্লাশি চালানো হচ্ছে। দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীসহ অনেক নেতাকে গ্রেপ্তারের পর রিমান্ডে নিয়ে চরম নির্যাতন করা হচ্ছে।
শিরোনাম
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- কোটালীপাড়া উপজেলা পরিষদ ও থানায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ
- হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেশবাসীকে স্বস্তি দিয়েছে : আমানউল্লাহ
- আখাউড়ায় ‘অপারেশন ডেভিল হান্টে’ আটক ২
- ‘হাসিনার রায়ের মাধ্যমে ফ্যাসিবাদের কবর রচিত হয়েছে’
- শেকৃবিতে পুনর্জন্ম কৃষি নিয়ে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত
- মাটিরাঙ্গায় ইমাম–ওলামাদের নিয়ে বিএনপির মতবিনিময় সভা
হেনস্তা করা হচ্ছে নেতাদের
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর