বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কোটা সংস্কার আন্দোলনে বিএনপি নেতা-কর্মীদের কোনো ধরনের সংশ্লিষ্টতা না থাকলেও কাল্পনিক অভিযোগ এনে বিএনপি নেতাদের চরম হেনস্তা করা হচ্ছে। গ্রেপ্তার-রিমান্ড-নির্যাতনসহ তাদের বাড়িঘরে তল্লাশি চালিয়ে ব্যাপক হয়রানি করা হচ্ছে। তিনি অবিলম্বে বিএনপিসহ বিরোধী দলের গ্রেপ্তারকৃত নেতাদের নিঃশর্ত মুক্তি দাবি করেন এবং দলের সিনিয়র নেতৃবৃন্দসহ নেতা-কর্মীদের বাসায় পুলিশি তল্লাশি বন্ধের জোর আহ্বান জানান। গতকাল দলের সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান। বিএনপি মহাসচিব বলেন, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লা আমান, জহিরউদ্দিন স্বপন, বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি আবদুস সালাম, দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব আবুল হাসেম বকর ও পেশাজীবী নেতা ইঞ্জিনিয়ার সাখাওয়াত হোসেনসহ অনেক নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদির লুনা, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, যুগ্মমহাসচিব হাবিব-উন নবী খান সোহেল ও অ্যাডভোকেট আবদুস সালাম আজাদসহ অন্যান্য নেতা-কর্মীর বাসায় পুলিশি তল্লাশি ও হয়রানি করা হয়েছে। দলীয় নেতাদের গ্রেপ্তার-নির্যাতন ও তাদের বাসায় তল্লাশির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি। ফখরুল বলেন, সার্বিক অর্থে দেশে এখন এক চরম ভীতিকর অবস্থা বিরাজ করছে। সরকার মনে করছে, এভাবে জনগণ এবং বিএনপিসহ বিরোধী মতের মানুষের ওপর কঠোরতা বজায় রাখলে তাদের অবৈধ ক্ষমতার বিরুদ্ধে কেউ ‘টু’ শব্দটিও উচ্চারণ করার সাহস পাবে না। কিন্তু সরকারকে মনে রাখতে হবে যে, অন্যায়-অবিচার চালিয়ে জনগণের শক্তির কাছে কোনো স্বৈরশাসকই টিকে থাকতে পারেনি। বর্তমান সরকারও টিকে থাকতে পারবে না। তবে সংঘাত, নির্যাতন-নিপীড়ন ও গ্রেপ্তারের পথ পরিহার করে জনগণের দাবি মেনে নেওয়াই উৎকৃষ্ট পন্থা। তিনি বলেন, কোটা সংস্কারের যৌক্তিক দাবিতে কোমলমতি শিক্ষার্থীদের ওপর দলীয় সন্ত্রাসী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লেলিয়ে দিয়ে ছাত্রছাত্রীদের নৃশংসভাবে হত্যা ও আহত করার পাশাপাশি আওয়ামী সরকার দেশ পরিচালনায় সব ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। এটাকে আড়াল করতে ফ্যাসিবাদী পথ অবলম্বন করে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে জনগণকে চরম বিপর্যয় ও দুর্ভোগের মধ্যে নিক্ষেপ করেছে সরকার। কোটা সংস্কার আন্দোলনে বিএনপি নেতা-কর্মীদের কোনো ধরনের সংশ্লিষ্টতা না থাকলেও কাল্পনিক অভিযোগ এনে বিএনপি নেতাদের হেনস্তা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ অনেক নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। কেন্দ্রীয়সহ অনেক নেতা-কর্মীর বাসায় পুলিশি তল্লাশি চালানো হচ্ছে। দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীসহ অনেক নেতাকে গ্রেপ্তারের পর রিমান্ডে নিয়ে চরম নির্যাতন করা হচ্ছে।
শিরোনাম
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- বন্দর রক্ষায় হরতাল-অবরোধসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
- ‘শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ দক্ষতা-পেশাদারিত্ব দেখাতে হবে’
হেনস্তা করা হচ্ছে নেতাদের
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর