বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

আওয়ামী লীগের লুটপাটের কারণেই লোডশেডিং

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের লুটপাটের কারণেই লোডশেডিং

আওয়ামী লীগ সরকারের লুটপাট ও লাখ লাখ টাকা পাচারের কারণেই দেশে বিদ্যুতের লোডশেডিং ভয়াবহভাবে বেড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। গতকাল বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ ও ভিপি নূরের গণ অধিকার পরিষদের নেতাদের সঙ্গে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে এ মন্তব্য করেন তিনি। ঐক্যবদ্ধ আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে দাবি করে আমীর খসরু বলেন, লোডশেডিংয়ের দায় আওয়ামী লীগ সরকারকে নিতে হবে। এক দিনেই এ সমস্যা সমাধান অন্তর্বর্তী সরকারের পক্ষে সম্ভব নয়। তাদের কিছুটা সময় দিতে হবে। তিনি বলেন, যারা যুগপৎ আন্দোলনের শরিক ছিল তাদের নিয়ে আগামী নির্বাচনের পর জাতীয় সরকার গঠন করা হবে। সেই সরকার ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করবে। রাষ্ট্র সংস্কারের কাজ এগিয়ে নেবে। তিনি বলেন, ঘোষিত ৩১ দফা সংস্কার কর্মসূচির বিষয়ে সারা দেশে তৃণমূলে যাওয়া হবে। জনমত তৈরি করা হবে। অন্তর্বর্তী সরকারকে সব রকমের সহযোগিতা করা হবে। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, এই সরকার কতদিন থাকবে তা নিয়ে আলোচনা হয়েছে। যৌক্তিক সময়টা বিবেচনা করা হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে উল্লেখ করে তিনি বলেন, এর পেছনে পতিত স্বৈরাচারের যোগসূত্র পাওয়া যাচ্ছে। সবাইকে সতর্ক থাকতে হবে।

 

সর্বশেষ খবর