ক্যারিবীয় দ্বীপ গায়ানায় প্রত্যাবর্তনের গল্প লিখেছে রংপুর রাইডার্স। খাদের কিনারায় দাঁড়িয়েও ঘুরে দাঁড়ানোর গল্প লিখেছেন নুরুল হাসান সোহান, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফুদ্দিন, আফিফ হোসেন ধ্রুব, রিশাদ হোসেন, মেহেদি হাসানরা। পাঁচ দলের গ্লোবাল টি-২০ সুপার লিগে প্রথম দুটি ম্যাচ হেরে বিদায়ের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছিল রংপুর। এরপরই মিকি আর্থার, মোহাম্মদ আশরাফুলদের কোচিংয়ে এবং সোহানদের লড়াকু মানসিকতায় বাংলাদেশের প্রথম দল হিসেবে বিশ্ব মঞ্চের কোনো টুর্নামেন্টের ফাইনাল খেলবে রংপুর রাইডার্স। বাংলাদেশের প্রথম দল হিসেবে শিরোপার হাতছানিও দিচ্ছে রংপুরকে। আজ ভোর ৫টায় ফাইনালে সোহানদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার বিগব্যাশ চ্যাম্পিয়ন ভিক্টোরিয়া। লিগ পর্বে দুই দলের লড়াইয়ে ১০ রানে জিতেছিল ভিক্টোরিয়া।
দেশের প্রথম দল হিসেবে ফাইনাল খেলবেন সোহানরা। কিন্তু ফাইনালের একাদশ সাজানোই এখন কঠিন হয়ে পড়ছে দলটির। ৮ ডিসেম্বর শুরু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ৩ ম্যাচ ওয়ানডে সিরিজ। ক্যারিবীয় সফরে ওয়ানডে স্কোয়াডে রয়েছেন সৌম্য, রিশাদ ও আফিফ। বিসিবি হঠাৎ তিন ক্রিকেটারকে সেন্ট কিটসে দলের সঙ্গে যোগ দিতে বলেছে। যদি তিন ক্রিকেটার টাইগার স্কোয়াডে যোগ দেন, তাহলে একাদশ সাজানো কঠিন হয়ে পড়বে রংপুরের। এ ছাড়া লাহোর কালান্দার্সের বিরুদ্ধে জীবন বাজির লড়াইয়ে ইনজুরিতে পড়েন সাইফুদ্দিন। ফলে আজকের ফাইনাল না খেলার সম্ভাবনা রয়েছে। রংপুর টিম ম্যানেজমেন্ট আলোচনা করছেন বিসিবির সঙ্গে। ফাইনাল খেলেই যেন আজ দলের সঙ্গে যোগ দেন তিন ক্রিকেটার-সৌম্য, রিশাদ ও আফিফ। বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম ওয়ানডে ৮ ডিসেম্বর, সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে।
রংপুর প্রথম ম্যাচে ‘টাই’ করে সুপার ওভারে হেরে যায় ইংলিশ কাউন্টি দল হ্যাম্পশায়ারের কাছে। পরের ম্যাচে ফাইনালের প্রতিপক্ষ ভিক্টোরিয়ার কাছে হারে ১০ রানে। তৃতীয় ম্যাচে স্বাগতিক গায়ানা ওয়ারিয়র্সকে ১৫ রানে হারায় রংপুর। গতকাল ভোরে লাহোর কালান্দার্সকে হারায় ডিএল মেথডে ২৩ রানে। প্রথম ব্যাটিংয়ে ৯ ওভারে ১ উইকেটে ৮৫ রানে করে রংপুর। স্টিভেন টেইলর্স ২৭ বলে ৪ চার ও এক ছক্কায় ৩২, সৌম্য ১৩ বলে ৩ চার ও এক ছক্কায় ২২ রান এবং সাইফ হাসান ১৪ বলে ৪ চার ও এক ছক্কায় ২৭ রানের অপরাজিত ইনিংস খেলেন। ডিএল মেথডে লাহোরকে টার্গেট দেওয়া হয় ১১১ রানের। ৯ ওভারে ৭ উইকেটে ৮৭ রানের বেশি করতে পারেনি লাহোর। হেরে যায় ২৩ রানে। এ জয়েই ফাইনাল নিশ্চিত করে রংপুর রাইডার্স।