রাজধানীর গেন্ডারিয়া রেলস্টেশনের পাশ থেকে অজ্ঞাত এক তরুণীর (২৫) গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল ভোরে রেলস্টেশনের উত্তর-পশ্চিম দিকের দেয়ালের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
গেন্ডারিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ তৌফিক এনাম বলেন, তরুণীকে দুর্বৃত্তরা গলা কেটে হত্যা করে কাদাযুক্ত ঘাসের মধ্যে রেখে পালিয়ে যায়। ধর্ষণের আলামত প্রাথমিকভাবে পরীক্ষিত হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল মর্গে পাঠানো হয়েছে। প্রযুক্তির মাধ্যমে তার নাম-ঠিকানা শনাক্তের চেষ্টা চলছে।
গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা বলেন, গতকাল ভোরে রেলস্টেশনের পাশে কাদাযুক্ত অবস্থায় পড়ে থাকা ওই তরুণীর লাশ উদ্ধার করে পুলিশ। তার পরনে ছিল সেলোয়ার-কামিজ। প্রাথমিকভাবে মনে হচ্ছে, ওই তরুণী ভাসমান জীবনযাপন করতেন। গত শনিবার রাতের কোনো একসময় ধর্ষণের পর কুপিয়ে গলা কেটে হত্যা করে উক্ত স্থানে ফেলে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। আমরা ওই তরুণীর পরিচয় শনাক্তের চেষ্টা করছি। এ ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত সেটি খতিয়ে দেখা হচ্ছে।