বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

এসিআইয়ের হাত ধরে ইয়ানমার এগ্রি-টেকনোলজি পার্কের যাত্রা

নিজস্ব প্রতিবেদক

এসিআইয়ের হাত ধরে ইয়ানমার এগ্রি-টেকনোলজি পার্কের যাত্রা

আধুনিক কৃষি যন্ত্রপাতি তৈরিতে ইয়ানমার আন্তর্জাতিকভাবে স্বনামধন্য কোম্পানি।  এসিআই মোটরস বাংলাদেশের সবচেয়ে বড় কৃষি যন্ত্রপাতি সরবরাহকারী প্রতিষ্ঠান। বাংলাদেশের কৃষিকে আরেক ধাপ উঁচুতে নিয়ে যাওয়ার লক্ষ্যে ইয়ানমার, এসিআই মোটরস-এর সহযোগিতায় বাংলাদেশে একটি এগ্রি-টেকনোলজি পার্ক স্থাপন করতে চায়। এ পার্কে ইয়ানমারের আধুনিক ট্রাক্টর, হারভেস্টার, রাইস ট্রান্সপ্লান্টার, সিডিং মেশিন ও পটেটো হারভেস্টার মেশিন প্রদর্শিত হবে সাধারণ মানুষের জন্য। ইয়ানমার টেকনোলজি পার্ক স্থাপনের ঘোষণা উপলক্ষে গত ১ নভেম্বর ২০২২ তারিখে ঢাকায় অবস্থিত ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত হয়েছে এক জমকালো অনুষ্ঠান।

 

সর্বশেষ খবর