কানাডার সাধারণ নির্বাচনে জাস্টিন ট্রুডো’র নেতৃত্বাধীন লিবারেল পার্টি জয়ী হতে যাচ্ছে বলে দেশটির গণমাধ্যমগুলোতে প্রচার করা হয়েছে। এখন পর্যন্ত প্রাথমিক ফল গণনায় দলটি ৩৩৮টি আসনের মধ্যে ১৭৪টি লাভ করতে যাচ্ছে। এর আগে সোমবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। খবর রয়টার্স ও বিবিসির।
দেশটির পূর্ব প্রদেশগুলোতে ভোটের ফলাফল গণনায় দেখা যায়, ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির চেয়ে ৩২টি আসন বেশি পেয়েছে লিবারেল পার্টি।
দেশটির পার্লামেন্টে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে হলে ১৭০টি আসনের প্রয়োজন হয়। সেক্ষেত্রে লিবারেল পার্টি সেটা পেতে যাচ্ছে বলে প্রচার করা হচ্ছে।
এদিকে, নির্বাচনের প্রাথমিক ফলাফল বলে দিচ্ছে নতুন আরেকজন প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে কানাডা। টানা চতুর্থবার প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখা স্টিফেন হার্পার (৫৬) এ যাত্রায় হোঁচট খেলেন। তাকে হটিয়ে প্রধানমন্ত্রীর আসনে বসতে যাচ্ছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী পিয়েরে ট্রুডো’র ছেলে জাস্টিন ট্রুডো (৪৩)।
বিডি-প্রতিদিন/২০ অক্টোবর, ২০১৫/মাহবুব