ইজরায়েলি বাহিনীর গুলিতে একই পরিবারের দুই কিশোরসহ ৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। মঙ্গলবার এ হত্যাকাণ্ডের ফলে অক্টোবর থেকে শুরু হওয়া সহিংসতায় ৫০ ফিলিস্তিনি ও ৯ জন ইজরায়েলি নিহত হলেন। খবর আল-জাজিরার।
পশ্চিম তীরের হেবরনে স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় দুই ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করে ইজরায়েলি সেনা। নিহত ওই কিশোর ইজরায়েলি সেনাদের ওপর ছুরি নিয়ে হামলা চালিয়েছিল বলে অভিযোগ করেছে ইজরায়েল।
অন্যদিকে, পশ্চিম তীরের হেবরনের কাছে স্থানীয় সময় মঙ্গলবার সকালে এক ফিলিস্তিনি তরুণকে গুলি করে হত্যা করেছে ইজরায়েলি বাহিনী। ওই তরুণের বিরুদ্ধেও ইজরায়েলি সেনাদের ওপর ছুরি নিয়ে হামলা চালানোর অভিযোগ উঠেছে।
একই সময় ইজরায়েলি সীমান্তের গাজা উপত্যকায় ইজরায়েলি বাহিনীর গুলিতে আরেক ফিলিস্তিনি তরুণ নিহত হয়েছে। এছাড়া, বেথলেহেমের দক্ষিণাঞ্চলে দুই ব্যক্তিকে গাড়িচাপা দেওয়ার অভিযোগে এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইজরায়েলি বাহিনী। দুর্ঘটনায় ওই দুই ব্যক্তি সামান্য আহত হয়েছেন।
একই দিন পৃথক ঘটনায় ফিলিস্তিলির ছুরিকাঘাতে আহত এক ইজরায়েলির মৃত্যু হয়েছে।
বিডি-প্রতিদিন/২১ অক্টোবর, ২০১৫/মাহবুব