সিঙ্গাপুরের জনপ্রিয় একটি চার্চের প্রতিষ্ঠাতা ও ঊর্ধ্বতন এক বিশপ ৩৫ মিলিয়ন ডলার অর্থ অাত্মসাতের এক মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন। সিটি হার্ভেস্ট চার্চের কং হি নামে ওই বিশপ এশিয়ায় তার স্ত্রীর গানের ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে সহায়তা করতে ওই অর্থ আত্মসাৎ করেন বলে প্রমাণিত হয়। স্টেট কোর্ট আজ এক রায়ে চার্চের আরো ৫ নেতাসহ তাকে দোষী সাব্যস্ত করে এক রায় দেন। উক্ত পরিমাণ অর্থ আত্মসাতের ঘটনা ঢাকতে তারা আরো ২৫ মিলিয়ন ডলার আত্মসাত করেন বলে রায়ে বলা হয়। তবে অর্থ অাত্মসাতের কারণে বিশপ কং হির কত বছরের সাজা হবে তা শিগগিরই প্রকাশ করা হবে। সাধারণত এ ধরনের অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়। খবর এপির
বিডি-প্রতিদিন/২১ অক্টোবর ২০১৫/শরীফ