ফিলিপাইনে চীনের দুই কূটনীতিক খুন হয়েছেন। দেশটির মধ্যাঞ্চলের সিবু নগরীতে একটি রেস্তোরাঁয় গুলি করে খুন করা হয় তাদেরকে। এই ঘটনায় আহত হয়েছেন চীনা দূতাবাসের কনসাল জেনারেলও।
ফিলিপাইন জাতীয় পুলিশের মুখপাত্র উইলবেন মেয়র বার্তা সংস্থা এএফপিকে জানান, হামলায় চীনা কনস্যুলেটের ডেপুটি কনসাল ও অর্থবিষয়ক কর্মকর্তা নিহত হয়েছেন। এছাড়া কনসাল জেনারেল আহত হয়েছেন। দুই চীনা কূটনীতিক খুনের ঘটনায় একজন চীনা পুরুষ ও নারীকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ।
এদিকে, এ ঘটনার ব্যাপারে চীন দূতাবাসের মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে জানান, 'আমাদের দূতাবাস প্রাপ্ত তথ্যগুলো খতিয়ে দেখছে। আমাদের নতুন কোনো তথ্য থাকলে সেটা আপনাদের জানানো হবে। এক মেইল বার্তায় একথা জানান তিনি। খবর : বিবিসির
বিডি-প্রতিদিন/২১ অক্টোবর ২০১৫/শরীফ