কেমব্রিজশায়ারে ব্রিটিশ বিমানঘাঁটির কাছে একটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় একজন নিহত হয়েছেন।
বুধবার ইংল্যান্ডের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কেমব্রিজশায়ারের রেডমেরে এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
কেমব্রিজশায়ার পুলিশের এক মুখপাত্র বলেছেন, সামরিক প্লেন বিধ্বস্ত হওয়ার বিষয়টি আমরা এখন নিশ্চিত করতে পারি। একজন নিহত হওয়ার ব্যাপারেও আমরা নিশ্চিত হয়েছি। ধারণা করা হচ্ছে, প্লেনটিতে একজনই আরোহী ছিলেন।
মার্কিন নৌবাহিনীর এক আসনবিশিষ্ট এফ/এ-১৮ হর্নেট সিরিজের ওই প্লেনটি সাফোক-এ ব্রিটিশ বিমানঘাঁটি ল্যাকেনহিথ থেকে উড্ডয়ন করে।
কেমব্রিজশায়ারের অগ্নিনির্বাপক ও উদ্ধারকারী কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার (বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টা) দিকে তাদের কাছে দুর্ঘটনার খবর পৌঁছায়।
বিডি-প্রতিদিন/ ২১ অক্টোবর ১৫/ সালাহ উদ্দীন