ভারতের কেরালা রাজ্যের বন্দরনগরী কোচিতে এক দম্পতিকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ডিভোর্সের অনুমোদন দিয়েছেন স্থানীয় এক পারিবারিক আদালত। গতকাল তাদেরকে ডিভোর্স অনুমোদন দিয়ে এ সংক্রান্ত এক আদেশ দেন আদালতের বিচারক
পি. মোহনদাস। রাজ্যের ইতিহাসে এ ঘটনা প্রথম।
ওই দম্পতির দু'জনই কেরালাবাসী ও বয়স চল্লিশের কোঠায়। ছয় মাস আগে তারা পারস্পরিক সম্মতির ভিত্তিতে পারিবারিক আদালতে আবেদন করেন। ওই নারীর স্বামী স্ট্রোকে আক্রান্ত হয়ে গত দুই বছর ধরে বিছানায় শায়িত। তিনি দিল্লিভিত্তিক একজন ব্যবসায়ী। তার পক্ষে নড়াচড়া করা অসম্ভব হওয়ায় আদালত ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমেই তাদের ডিভোর্সের অনুমতি দান করেন।
এদিকে, ডিভোর্সের প্রেক্ষিতে খোরপোশ বাবদ ওই নারীকে [আলিমনি] ২.৭ কোটি রুপি দিবেন তার সদ্য সাবেক হওয়া স্বামী। এ ব্যাপারে আদালতের মাধ্যমে তারা একটি সমঝোতায় পৌঁছেছেন। খবর পিটিআই'র
বিডি-প্রতিদিন/২১ অক্টোবর ২০১৫/শরীফ