ভারত ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ক স্বাভাবিক হওয়া শুধু দেশ দুটির জন্যই নয়, বরং পুরো অঞ্চরের জন্যই বেশ গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। তাই তাদের মধ্যকার সংলাপ জরুরি বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জন কিরবি। যুক্তরাষ্ট্র সফররত পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির মধ্যকার বৈঠকের বিষয়ে গতকাল বুধবার সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় একথা বলেন কিরবি। খবর দ্য হিন্দুর
সাংবাদিকদেরকে জন কিরবি বলেন, 'ব্যবহারিক সহযোগিতা থেকেই ভারত ও পাকিস্তানকে লাভবান হতে হবে এবং বিরাজমান উত্তেজনা হ্রাসের লক্ষ্যে যুক্তরাষ্ট্র উভয় দেশকেই সরাসরি সংলাপে বসার ব্যাপারে উৎসাহিত করে।'
উল্লেখ্য, পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সঙ্গে হোয়াই্ট হাউসে আজ স্থানীয় সময় বৃহস্পতিবার প্রেসিডেন্ট বারাক ওবামার বৈঠক হওয়ার কথা রয়েছে।
বিডি-প্রতিদিন/২২ অক্টোবর ২০১৫/শরীফ